ঈদ উপহার নিয়ে দুস্থদের পাশে শেকৃবির ‘আলোকিত মানুষ’
ঈদের আনন্দ ছড়িয়ে দিতে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে নতুন জামা এবং সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ঈদসামগ্রী বিতরণ করেছে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছাসেবী সংগঠন ‘আলোকিত মানুষ’।
বুধবার (১২ এপ্রিল) বিকেলে বিশ্ববিদ্যালয়ের পতাকা স্ট্যান্ড প্রাঙ্গণে অসহায় ও সুবিধাবঞ্চিতদের মাঝে এসব বিতরণ করা হয়।
এসময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুর রশীদ ভূঁইয়া, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম, সহযোগী অধ্যাপক ফাতেমা সরকার, আলোকিত মানুষের চিফ মডারেটর অধ্যাপক ড. কে বি এম সাইফুল ইসলাম, সভাপতি মো. রায়হান কবির মুন্না, সাধারণ সম্পাদক মো. উসমান গণিসহ সংগঠনের উপদেষ্টা কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
এবছর ৭০টি সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ঈদসামগ্রী বিতরণ করে আলোকিত মানুষ। এছাড়াও বৃহস্পতিবার (১৩ এপ্রিল) ৪০টি পরিবারকে ঈদসামগ্রী বিতরণ করবে সংগঠনটি।
তাদের দেওয়া ঈদসামগ্রী হিসেবে রয়েছে পোলাওয়ের চাল, চিনি, প্যাকেটজাত দুধ এবং সেমাই। এদিন প্রায় অর্ধশত সুবিধাবঞ্চিত শিশুর মাঝে নতুন কাপড় বিতরণ করে সংগঠনটি। এর আগে গত ৩০ মার্চ ১৭৫ জন অসহায়ের মধ্যে ইফতার বিতরণ করে আলোকিত মানুষ।
এদিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুর রশীদ ভূইয়া বলেন, এ ধরনের মহৎ কাজে উপস্থিত থাকতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছি। আলোকিত মানুষের এমন মহৎ উদ্যোগ অব্যাহত থাকুক। আগামী বছর থেকে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকেও আরও বড় পরিসরে ভাসমান এবং ছিন্নমূল মানুষগুলোর সহযোগিতায় আমরা এগিয়ে আসতে চাই।
আলোকিত মানুষের সভাপতি রায়হান কবির মুন্না বলেন, ‘মানবতার সেবায় আর্তের পাশে’ স্লোগানকে সামনে রেখে মানবসেবা করাই আমাদের মূল লক্ষ্য। ঈদ মানেই আনন্দ, কিন্তু আমাদের আশপাশে এমন কিছু মানুষ আছে যারা ঈদে আনন্দ করতে পারে না। তাদের একটু আনন্দ দিতে আমাদের এ ক্ষুদ্র প্রয়াস। আশা রাখি ভবিষ্যতেও আমাদের এ সহযোগিতা অব্যাহত থাকবে।
তাসনিম আহমেদ তানিম/ইএ/এএসএম