ছাদ থেকে লাফিয়ে আত্মহত্যাচেষ্টা

আহত ছাত্রীর চিকিৎসাসহ তিন দাবি শেকৃবি শিক্ষার্থীদের

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ০৮:১৯ পিএম, ২৯ মার্চ ২০২৩

রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে হলের ছাদ থেকে লাফ দিয়ে আহত শিক্ষার্থীর চিকিৎসার ব্যয়ভার বিশ্ববিদ্যালয়ের বহন করার দাবি জানিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা। একই সঙ্গে পরীক্ষা পদ্ধতি পরিবর্তনসহ তিন দাবি নিয়ে বিশ্ববিদ্যালয় বরাবর স্মারকলিপি দিয়েছেন তারা।

বুধবার (২৯ মার্চ) বিভিন্ন স্লোগান দিয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আ ফ ম বাহাউদ্দিন নাছিম প্রশাসনিক ভবনের সামনে জড়ো হন সাধারণ শিক্ষার্থীরা। উপাচার্য উপস্থিত না থাকায় প্রক্টর অধ্যাপক ড. মো. হারুন-উর-রশিদ ও ছাত্রপরামর্শক অধ্যাপক ড. মো. ফরহাদ হোসাইনের কাছে স্মারকলিপি দেন শিক্ষার্থীরা।

এসময় ‘কৃষিবিদ হতে আসছি, ডিপ্রেশনের রোগী নয়’, ‘আমার বোনের কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে’ স্লোগান দেন তারা। এছাড়াও দুই সিটি পরীক্ষা একসঙ্গে নেওয়া ও পরীক্ষা চলাকালীন ছুটির জন্য বিভিন্ন স্লোগান দেন শিক্ষার্থীরা।

আরও পড়ুন: শেকৃবিতে হলের ছাদ থেকে লাফিয়ে আত্মহত্যাচেষ্টা ছাত্রীর

স্মারকলিপিতে শিক্ষার্থীদের দাবিগুলো হলো
১. আহত ছাত্রীর সুচিকিৎসার ব্যয়ভার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে বহন করতে হবে
২. সিটি-কুইজ পরীক্ষা কমিয়ে এক সিটি, এক কুইজ ও এক ফাইনালের ব্যবস্থা করতে হবে। এক্সাম উইক চলমান রাখতে হবে। (সব ক্লাস বন্ধ থাকবে)।
৩. ব্যবহারিক ক্লাসে যা পড়ানো হবে, শিক্ষার্থী তা নোট করবে এবং ব্যবহারিক খাতা হিসেবে পরীক্ষায় তাই জমা দেবে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শক অধ্যাপক ড. মো ফরহাদ হোসাইন বলেন, শিক্ষার্থীরা আমাদের কাছে স্মারকলিপি জমা দিয়েছে। এখন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর জমা দিয়েছি। কাউন্সিল মিটিংয়ে বিস্তারিত আলোচনা হয়ে সিদ্ধান্ত আসবে। তবে অন্যান্য সাধারণ এবং কৃষি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে আমাদের পরীক্ষা পদ্ধতি প্রায় একই এবং আমাদের ডিগ্রির মান কমে যাবে এমন কোনো সিদ্ধান্ত নেওয়া বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষে কঠিন তবে সেকেন্ড মেকআপ চালু হতে পারে।

তাসনিম আহমেদ তানিম/বিএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।