শাহজালাল বিশ্ববিদ্যালয়
অবশেষে নাসার অনুষ্ঠানে যোগ দিচ্ছে ‘টিম অলিক’
অবশেষে নাসার সদর দপ্তরে যাচ্ছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ‘টিম অলিক’। সোমবার (১৩ মার্চ) রাত ১টার দিকে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে যাত্রা করবেন তারা।
অলিকের সদস্য এস এম রাফি আদনান বলেন, ১৫ ও ১৬ মার্চ যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে নাসার সদর দপ্তরে স্পেস অ্যাপস চ্যালেঞ্জ চ্যাম্পিয়ন নিয়ে একটি অনুষ্ঠান হবে। ওই অনুষ্ঠানে যোগ দিতে সোমবার রাত ১টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে যাত্রা শুরু করবো।
আরও পড়ুন: ফের নাসায় ডাক, সফর অনিশ্চিত টিম অলিক’র
তিনি বলেন, ‘বেসিস’ ফান্ড কালেকশনে অপারগতা প্রকাশ করায় অর্থ সংকটে আমাদের নাসা যাওয়া অনিশ্চিত ছিল। পরে আত্মীয়-স্বজনের কাছ থেকে ধার করে টিকেট বুকিং দিয়েছি। তবে যুক্তরাষ্ট্রে অবস্থানরত বাংলাদেশিদের কাছ থেকে আমাদের টিমের জন্য অর্থ সংগ্রহ চলছে। তাদের কাছ থেকে ভালো সাড়া পাওয়া যাচ্ছে।
রাফি আদনান আরও জানান, বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের কাছ থেকে অর্থ সংগ্রহের একটি প্রক্রিয়া চলছে। তবে সেখান থেকে আশানুরূপ সাড়া পাওয়া যায় নি।
২০১৮ সালের শেষের দিকে নাসার স্পেস অ্যাপস চ্যালেঞ্জে ‘টিম অলিক’ অংশগ্রহণ করে। যেখানে বিশ্বের ৭৯টি দেশের দুই হাজার ৭২৯ টিমকে পেছনে ফেলে শীর্ষ চারে স্থান করে নেয় ‘টিম অলিক’। চ্যালেঞ্জে নাসার দেওয়া তথ্য ব্যবহার করে একটি অ্যাপ তৈরি করে ‘টিম অলিক’। এ তথ্য ব্যবহার করে তারা ‘লুনার ভিআর’ নামে ভার্চুয়াল রিয়েলিটি অ্যাপ্লিকেশন তৈরি করেন।
নাঈম আহমদ শুভ/আরএইচ/জিকেএস