ভাড়া বাসায় মিললো বশেমুরবিপ্রবি ছাত্রীর মরদেহ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ০৮:১৪ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০২৩
ফাইল ছবি

ভালোবেসে বিয়ের এক বছরের মাথায় স্বামীর ভাড়া বাসা থেকে রিক্তা খানম নোভা নামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) এক ছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে গোপালগঞ্জের নবীনবাগ এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নোভা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। ঝিনাইদহ জেলার হরিণাকুণ্ডু উপজেলার ভালকি গ্রামের রবিউল ইসলামের মেয়ে তিনি।

এ ঘটনায় তার স্বামী ও একই বিশ্ববিদ্যালয়ের কৃষি বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ছাত্র মো. রাসেল মণ্ডলকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তিনি একই জেলার মহেশপুর উপজেলার ঘোষপুর গ্রামের মো. আবুল কাসেমের ছেলে বলে জানা গেছে।

রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সভাপতি ড. মো. আবু সালেহ জাগো নিউজকে বলেন, ‘বিকেল ৩টার দিকে সংবাদ পেয়ে প্রক্টরিয়াল টিমসহ ঘটনাস্থলে যাই। পুলিশ তার মরদেহ ময়নাতদন্তের জন্য নিয়ে গেছে। এ ঘটনায় তার স্বামীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।’

নোভার স্বামী রাসেল মণ্ডল বলেন, ‘গত বছরের ২৩ ফেব্রুয়ারি ভালোবেসে পরিবারকে না জানিয়ে নোভাকে বিয়ে করি। মার্চ মাস থেকে আমরা নবীনবাগ এলাকায় ওই ভাড়া বাসায় প্রায় এক বছর বসবাস করে আসছি। কয়েকদিন হলো অন্য একটি মেয়ে আমার মোবাইল ফোনে ম্যাসেজ ও কল দিয়ে বিরক্ত শুরু করেন। বিষয়টি নিয়ে নোভার সঙ্গে তার ভুল বোঝাবুঝি হয়।’

রাসেল আরও বলেন, ‘আজ সকাল সাড়ে ১০টার দিকে আমি কোচিং করানোর জন্য বাসা থেকে বের হই। দুপুর পৌনে ২টার দিকে গেট খুলে ভেতরে প্রবেশ করে দেখতে পাই, কক্ষের দরজা খোলা। তখন ভেতরে ঢুকে দেখি নোভা ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস দিয়েছে। তখন ফাঁস খুলে তাকে নিচে নামাই।’

এ বিষয়ে গোপালগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রাসেল আহমেদ জাগো নিউজকে বলেন, মরদেহ উদ্ধারের পর গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এছাড়া জিজ্ঞাসাবাদের জন্য মেয়েটির স্বামী রাসেলকে আটক করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্বামীর সঙ্গে অন্য মেয়ের সম্পর্ক থাকার সন্দেহে ওই ছাত্রী আত্মহত্যা করেছেন। তবে মর্গের রিপোর্ট দেখে প্রকৃত কারণ জানা যাবে।

এসজে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।