ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছাত্রী নির্যাতন

তদন্ত কমিটির কাছে যা বললেন সেই ছাত্রলীগ নেত্রী

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া
প্রকাশিত: ০৪:৩১ পিএম, ২০ ফেব্রুয়ারি ২০২৩

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) এক ছাত্রীকে রাতভর নির্যাতনের ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন গঠিত তদন্ত কমিটির মুখোমুখি হয়েছেন অভিযুক্ত ছাত্রলীগ নেত্রী সানজিদা চৌধুরী অন্তরা। এসময় আরেক অভিযুক্ত তাবাসসুম ইসলামও তদন্ত কমিটির কাছে তার বক্তব্য তুলে ধরেন।

সোমবার (২০ ফেব্রুয়ারি) সকালে তদন্ত কমিটির মুখোমুখি হন তারা। প্রায় চার ঘণ্টা নিজের বক্তব্য উপস্থাপন শেষে বের হন ছাত্রলীগ নেত্রী সানজিদা চৌধুরী। পরে দুপুর দেড়টার দিকে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি।

ঘটনার আরেক অভিযুক্ত তাবাসসুম ইসলাম বের হন দুপুর ২টার দিকে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে সানজিদা চৌধুরী অন্তরা বলেন, ‘আমার কাছ থেকে ঘটনার বিষয়ে জানতে চাওয়া হয়েছে। আমার সই করা চার পৃষ্ঠার লিখিত বক্তব্য নেওয়া হয়েছে। আমি আর কিছু বলতে চাচ্ছি না। তদন্ত হচ্ছে, তদন্তের মাধ্যমে আপনারা সবকিছু জানতে পারবেন।’

আগে দলীয় কোনো কর্মসূচিতে অংশ না নিয়েও কীভাবে পদ পেলেন জানতে চাইলে তিনি বলেন, ‘কমিটিতে আসা না আসা সেটা তো আমি মন্তব্য করার বিষয় না। আপনারা বড়দের সঙ্গে কথা বলতে পারেন।’

ঘটনার সত্যতার বিষয়ে জানতে চাওয়া হলে কোনো মন্তব্য করতে রাজি হননি ছাত্রলীগ নেত্রী সানজিদা চৌধুরী।

এদিকে এক প্রশ্নের জবাবে তাবাসসুম ইসলাম বলেন, ‘আমি যা বলার তদন্ত কমিটির কাছে বলেছি। আপনাদের কিছু বলবো না।’

তদন্ত কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. রেবা মণ্ডল বলেন, ‘তদন্তে কী পেলাম সেটা এখন প্রকাশ করা সম্ভব না। তবে অনেকখানি অগ্রগতি হয়েছে। কে অভিযুক্ত এটা এখন বলা যাবে না।’

তিনি আরও বলেন, ‘সিসি টিভির ফুটেজের জন্য হল প্রভোস্টকে জানানো হয়েছে। তদন্ত আমরা নির্ধারিত সময়ের মধ্যে শেষ করার চেষ্টা করবো। বিকেলে সরেজমিন হল পরিদর্শন করবো।’

পরে অভিযুক্ত দুই ছাত্রী দুপুর সোয়া ২টার দিকে হল প্রশাসন কর্তৃক তদন্ত কমিটির কাছে সাক্ষাৎকার দিতে যান। শেষ খবর পাওয়া পর্যন্ত হল কমিটির সঙ্গে তাদের সাক্ষাৎকার চলছিল।

এরআগে সকালে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের গাড়িতে করে অভিযুক্ত ছাত্রলীগ নেত্রী সানজিদা চৌধুরী অন্তরা ও তাবাসসুম ইসলাম ক্যাম্পাসে প্রবেশ করেন।

রুমি নোমান/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।