ছাত্রীকে ধর্ষণচেষ্টা

বিচার নিশ্চিতে প্রয়োজনে থানা ঘেরাও করবো: বশেমুরবিপ্রবি উপাচার্য

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বশেমুরবিপ্রবি
প্রকাশিত: ০৬:৩৫ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০২৩
মানববন্ধনে বক্তব্য দিচ্ছেন বশেমুরবিপ্রবির উপাচার্য প্রফেসর ড. এ কিউ এম মাহবুব

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) ছাত্রীকে ধর্ষণচেষ্টায় অভিযুক্তের শাস্তির দাবিতে মানববন্ধন হয়েছে।

রোববার (১২ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের মন্দির সংলগ্ন গেটে এ মানববন্ধন হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, ট্রেজারার, রেজিস্ট্রার, প্রক্টর, শিক্ষক সমিতি, কর্মকর্তা-কর্মচারী সমিতি, বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ ও সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বশেমুরবিপ্রবির উপাচার্য প্রফেসর ড. এ কিউ এম মাহবুব বলেন, ‘আমি সত্যিই খুবই দুঃখিত যে গত বছরও আমাদের এক কোমলমতি মেয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে। কিন্তু বিচার এখনো প্রক্রিয়াধীন। এবার আবার টিউশনি দেওয়ার প্রলোভন দেখিয়ে বাসায় ডেকে নেয় এবং ধর্ষণের চেষ্টাকারী একজন আইনজীবী। এটা নিয়ে বিচার দাবিতে আমরা মানববন্ধন করলাম তার মানে এই নয় যে, আমাদের মানববন্ধন পর্যন্তই শেষ। আমরা অচিরেই এটা নিয়ে প্রশাসনের কাছে যাবো। বিচার নিশ্চিতে আবারও মানববন্ধন করবো, প্রয়োজনে থানা ঘেরাও করবো।’

ঘটনার তীব্র নিন্দা জানিয়ে শিক্ষক সমিতির সভাপতি ড. সালেহ আহমেদ বলেন, ‘বিষয়টি খুবই দুঃখজনক। যেখানে একজন আইনজীবী হয়েও এমন ঘটনা ঘটিয়েছে। আমরা সবাই চাই তার দৃষ্টান্তমূলক শাস্তি হোক।’

কোষাধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা ড. মো. মোবারক হোসেন বলেন, ‘বঙ্গবন্ধুর পুণ্যভূমিতে এমন একটা ঘটনা ঘটবে এটা কখনো মেনে নেওয়া যায় না। আমি আশা করবো প্রশাসন একটা সুষ্ঠু বিচার করবে।’

শুক্রবার বশেমুরবিপ্রবির এক ছাত্রীকে টিউশন দেওয়ার কথা বলে নিজ বাসায় ডেকে নিয়ে ধর্ষণচেষ্টা করেন গোপালগঞ্জ জেলা জজ কোর্টের (অভিযুক্তের আইডিকার্ড মোতাবেক) আইনজীবী আলমগীর হোসেন। এ ঘটনায় বশেমুরবিপ্রবির উপ-রেজিস্ট্রার মো. মোরাদ হোসেন বাদী হয়ে গোপালগঞ্জ সদর থানায় মামলা করেন।

এসজে/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।