১৪ শতাংশ আসন ফাঁকা রেখে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক কুমিল্লা বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ০৬:২৩ পিএম, ২৩ জানুয়ারি ২০২৩

২০২১-২২ শিক্ষাবর্ষে স্নাতক প্রথমবর্ষে ১৪ শতাংশ আসন ফাঁকা রেখেই ক্লাস শুরু করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়।

সোমবার (২৩ জানুয়ারি) সকাল ১০টায় ওরিয়েন্টেশন ক্লাস শুরু হয়েছে। কিন্তু প্রথম বর্ষে নবম মেধাতালিকার ভর্তি শেষে ১ হাজার ৪০টি আসনের বিপরীতে মোট ভর্তি হয়েছেন ৮৯৬ শিক্ষার্থী। এতে আসন ফাঁকা রয়েছে ১৪৪টি।

বিজ্ঞাপন

আরও পড়ুন: ৯ম মেধাতালিকায় ভর্তি শেষেও প্রথমবর্ষে আসন ফাঁকা ১৪৪

ইউনিটভিত্তিক ভর্তি কমিটির আহ্বায়ক সূত্রে জানা যায়, নবম মেধাতালিকা ভর্তি শেষে ‘এ’ ইউনিটে ৫৪টি, ‘বি’ ইউনিটে ৭৮টি এবং ‘সি’ ইউনিটে ১২টি আসন ফাঁকা রয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মো. আমিরুল হক চৌধুরী বলেন, আমরা গতকাল (রোববার) একটি বিজ্ঞপ্তি দিয়েছি। যদি আসন পূর্ণ না হয় তাহলে আমরা ভর্তি কার্যক্রম চালিয়ে যাবো।

আরও পড়ুন: ফের পরীক্ষা দিতে নারাজ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

বিজ্ঞপ্তিতে সূত্রে জানা যায়, যারা গত ১৮ ও ১৯ জানুয়ারি ভর্তি হতে পারেননি তারা ২৩ ও ২৪ জানুয়ারি সকাল ৯টা থেকে ৪টার মধ্যে ভর্তি হতে পারবেন।ৎ

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এমআরআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।