চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভাইভা শেষে চাকরি প্রত্যাশীকে মারধর

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি)
প্রকাশিত: ০৬:১৩ পিএম, ২৩ জানুয়ারি ২০২৩

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) রাজনীতি বিজ্ঞান বিভাগের প্রভাষক পদে ভাইভা দিতে আসা বিশ্ববিদ্যালয়ের সাবেক এক ছাত্রকে মারধরের অভিযোগ উঠেছে শাখা ছাত্রলীগের বিরুদ্ধে।

ভাইবা শেষে সোমবার (২৩ জানুয়ারি) দুপুরে উপাচার্যের সভাকক্ষ থেকে বের হওয়ার পর এ ঘটনা ঘটে। যদিও এ অভিযোগ অস্বীকার করেছে ছাত্রলীগ।

আরও পড়ুন: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগকে কেন্দ্রের শোকজ

খোঁজ নিয়ে জানা যায়, মারধরের শিকার ওই চাকরি প্রত্যাশীর নাম নূর হোসাইন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞান বিভাগের ২০০৩-০৪ শিক্ষাবর্ষের ছাত্র ছিলেন। প্রভাষক পদে ভাইভা দিতে এসেছিলেন তিনি। ভাইভা শেষে বের হলে ছাত্রলীগের কর্মীরা তার ওপর হামলা করের। এ সময় প্রক্টরিয়াল বডির কিছু সদস্য তাকে উদ্ধার করে উপাচার্যের কক্ষে নিয়ে যান।

তবে মারধরের বিষয়টি অস্বীকার করে শাখা ছাত্রলীগের সহ-সভাপতি ও ভিএক্স গ্রুপের নেতা প্রদীপ চক্রবর্তী দুর্জয় জাগো নিউজকে বলেন, ‘নূর হোসাইন তখনকার সময়ে শিবিরের একজন দুর্ধর্ষ ক্যাডার ছিলেন। বিশ্ববিদ্যালয়ের শহীদ আব্দুর রব হল শাখা ছাত্রলীগের সহ-সভাপতি কাজী মারুফ ইসলামকে সে সময় নূরের নেতৃত্বে মারধর করা হয়। এ জন্য আমাদের কর্মীরা তার বিরুদ্ধে অভিযোগ দিতে ভিসি অফিসে যায় এবং তাকে খুঁজতে থাকে।’

আরও পড়ুন: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ছাত্রলীগের ১৭ নেতাকর্মী বহিষ্কার

তিনি আরও বলেন, ‘তাকে পেলে আমরা প্রশাসনের হাতে তুলে দিতাম। তবে তার ব্যাপারে প্রক্টরের কাছে মৌখিক অভিযোগ দিয়েছি।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া জাগো নিউজকে বলেন, ‘রাজনীতি বিজ্ঞান বিভাগের প্রভাষক পদে ভাইবা চলাকালে কয়েকজন বিক্ষুব্ধ ছাত্রলীগকর্মী ভিসি অফিসে এসে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির চেষ্টা করে। আমরা প্রক্টরিয়াল বডি এসে তাদের ভিসি অফিস থেকে বের করে দেই। নিয়ম অনুযায়ী যে কারও নিয়োগ বোর্ডে অংশ নেওয়া অধিকার আছে। তবে প্রার্থীর বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ থাকলে লিখিত আকারে দেওয়ার জন্য তাদের বলা হয়েছে।’

আরও পড়ুন: বহিষ্কারের পরও পরীক্ষা দিচ্ছেন ছাত্রলীগ নেতাকর্মীরা

এসজে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।