বেরোবির শেখ ফজিলাতুন্নেছা হলের প্রথম সমাপনী অনুষ্ঠিত


প্রকাশিত: ১১:৫৫ এএম, ২৪ ফেব্রুয়ারি ২০১৬

বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের আবাসিক ছাত্রীদের হল সমাপনী মঙ্গলবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম নূর-উন-নবী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন।
 
হল প্রভোস্ট ড. আবু ছালেহ মোহাম্মদ ওয়াদুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয় উপাচার্যের সহধর্মিনী গুল নাহার নবী, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন প্রফেসর ড. মতিউর রহমান এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট কমলেশ চন্দ্র বর্মন।

প্রধান অতিথির বক্তৃতায় বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে উপাচার্য বলেন, ‘তোমাদের অর্জিত শিক্ষার মাধ্যমে দেশের উন্নয়নে কাজ করতে হবে। তোমাদের সাফল্যই বিশ্ববিদ্যালয়ের সাফল্য।’

অনুষ্ঠানে বিদায়ী ছাত্রীদের উত্তরীয় পরিয়ে তাদের হাতে ক্রেস্ট তুলে দেন উপাচার্য। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে অনুষ্ঠিত সমাপ্ত হয়।

অনুষ্ঠানে হলের সহকারী প্রভোস্ট ড. নিতাই কুমার ঘোষ, শেখ মাজেদুল হকসহ অন্যান্য সহকারী প্রভোস্ট, আবাসিক ছাত্রীরা উপস্থিত ছিলেন।

বুধবার বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন অফিসার মোহাম্মদ আলী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

একে/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।