সংঘর্ষ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগকে কেন্দ্রের শোকজ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক চবি
প্রকাশিত: ০৮:০৭ পিএম, ১১ জানুয়ারি ২০২৩
ফাইল ছবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কাছে জবাবদিহিতা চেয়েছে কেন্দ্রীয় ছাত্রলীগ। জবাব দিতে এক সপ্তাহের সময় বেঁধে দেওয়া হয়েছে।

বুধবার (১১ জানুয়ারি) কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান সই করা বিজ্ঞপ্তিতে কারণ দর্শাতে বলা হয়।

শেখ ওয়ালী আসিফ ইনান চিঠির বিষয়টি নিশ্চিত করেছেন।

চিঠিতে বলা হয়, গত ৫ জানুয়ারি সংঘটিত ‘অনাকাঙ্ক্ষিত’ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না তার উপযুক্ত কারণসহ লিখিত জবাব সাতদিনের মধ্যে কেন্দ্রীয় ইউনিটকে জানাতে হবে।

আরও পড়ুন: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় / শাটলের সিট নিয়ে বিতণ্ডা, ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ

এদিকে সংঘর্ষের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ছয় ছাত্রলীগ কর্মীকে এক বছরের জন্য বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সোমবার (৯ জানুয়ারি) এ সিদ্ধান্ত নেওয়া হয়।

চিঠি পেয়েছেন জানিয়ে চবি ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেল জাগো নিউজকে বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে বগিভিত্তিক ছাত্র রাজনীতি নিষিদ্ধ। কিন্তু যারা গ্রুপিং করে ঠুনকো বিষয়ে সংঘর্ষে জড়ায় তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেবো। কেন্দ্রীয় ছাত্রলীগের কাছেও বিষয়গুলো তুলে ধরবো।’

আরও পড়ুন: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ছাত্রলীগের ১৭ নেতাকর্মী বহিষ্কার

সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপু বলেন, ‘সাংগঠনিকভাবে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা আমাদের মতো তদন্ত করছি। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের এই বহিষ্কারাদেশ নিয়ে কিছুটা অস্পষ্টতা ও ধূম্রজাল তৈরি হয়েছে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের নেতারা আমাকে বারবারই বলছেন সিদ্ধান্তটা পক্ষপাতমূলক হয়েছে। অনেকে গণ্ডগোলে বা অনেক জায়গায় ছিল। তবে তাদের ছাড় দেওয়া হয়েছে। সামগ্রিক বিষয় নিয়ে আমরা কেন্দ্রীয় ছাত্রলীগের কাছে জবাব দেবো।’

এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।