পরিযায়ী পাখি সংরক্ষণে রাবি প্রশাসনের উদ্যোগ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক রাজশাহী বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ০৬:১৭ পিএম, ২৫ ডিসেম্বর ২০২২

পরিযায়ী পাখি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণে বিশেষ উদ্যোগ নিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রশাসন। বন্যপ্রাণী সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধিতে ক্যাম্পাসে সাইনবোর্ড লাগানো হয়েছে। সেখানে পরিযায়ী পাখি ও বন্যপ্রাণী সংরক্ষণে বিভিন্ন আইন ও শাস্তির কথা উল্লেখ করা হয়।

রোববার (২৫ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে নারিকেলবাড়িয়া ক্যাম্পাস পরিদর্শনকালে পাখি সংরক্ষণে বিভিন্ন উদ্যোগের কথা জানান বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সুলতান-উল-ইসলাম।

তিনি বলেন, শীতের শুরুতে হাজার হাজার কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের নদ-নদী, খাল-বিল, হ্রদ, হাওড়-বাওড়, ঝিল ও জলাশয়ে পরিযায়ী পাখির আগমন ঘটে। এসব পাখিরা আসে নিরাপদ আশ্রয় ও খাদ্যের জন্য। আমরা যদি সেই আশ্রয়টুকু ও নিরাপদে থাকতে না দেই তাহলে মানুষ হিসেবে আমাদের আদর্শ পালন করা হলো না। কীটপতঙ্গ খেয়ে পরিযায়ী পাখিরা যেমন জীববৈচিত্র্যের ভারসাম্য রক্ষা করে, তেমনি ফুল-শস্যের পরাগায়নে গুরুত্বপূর্ণ অবদান রাখে। এসব পরিযায়ী পাখি ও জীববৈচিত্র্য রক্ষার জন্য সরকার বিভিন্ন আইন করেছেন। তাই সবার উচিত এ পরিযায়ী পাখি সংরক্ষণে নিজে সচেতন হয়ে অন্যকে সচেতন করা।

এসময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক এম হুমায়ুন কবির, প্রক্টর অধ্যাপক ড. আসাবুল হক, ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. মো. জালাল উদ্দিন সরদার, সহকারী প্রক্টর ড. আরিফুর রহমান ও ড. জাকির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

মনির হোসেন মাহিন/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।