ডিন’স অ্যাওয়ার্ড পেলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৩৩ শিক্ষার্থী

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক রাবি
প্রকাশিত: ০৪:৩৯ পিএম, ১৯ ডিসেম্বর ২০২২

ব্যবসা শিক্ষা অনুষদের ৩৩ জন শিক্ষার্থীকে ডিন’স অ্যাওয়ার্ড দিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রশাসন।

সোমবার (১৯ ডিসেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবনে উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের হাতে এ অ্যাওয়ার্ড তুলে দেন। এসময় শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট, সনদ ও নগদ পাঁচ হাজার টাকা তুলে দেওয়া হয়।

অ্যাওয়ার্ডপ্রাপ্তদের মধ্যে রয়েছেন হিসাব ও তথ্যব্যবস্থা বিভাগের ১২ জন, ম্যানেজমেন্ট বিভাগে ৯ জন, মার্কেটিং বিভাগের ছয়জন, ফাইন্যান্স বিভাগের চারজন, ব্যাংকিং অ্যান্ড ইন্স্যরেন্স বিভাগের দুজন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন ফাইন্যান্স বিভাগের সহযোগী অধ্যাপক মোকছিদুল হক।

ব্যবসা শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. ফরিদুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য এম হুমায়ুন কবির, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. অবাইদুর রহমান প্রামাণিক, পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তরের প্রধান আলমগীর হোসেন সরকার প্রমুখ।

মনির হোসেন মাহিন/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।