ঢাবিতে পোস্টার-ব্যানার লাগানো নিষিদ্ধ


প্রকাশিত: ১০:২৩ এএম, ১৮ ফেব্রুয়ারি ২০১৬

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে সামনে রেখে আজ বৃহস্পতিবার থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার দেয়ালগুলোতে সব ধরনের ছবি, পোস্টার ও ব্যানার লাগানো নিষিদ্ধ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ২১শে ফেব্রুয়ারি সন্ধ্যা পর্যন্ত এ নিষেধাজ্ঞা বলবৎ থকাবে।   

বৃহস্পতিবার বিকেলে এক বিজ্ঞপ্তিতে এ নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অমর একুশে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সুষ্ঠুভাবে উদযাপন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গঠিত একুশে উদযাপন কেন্দ্রীয় সমন্বয় কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী আজ ১৮ ফেব্রুয়ারি বৃহস্পতিবার থেকে পরিষ্কার-পরিচ্ছন্নতা, রং ও সাজ-সজ্জার কাজ শুরু হয়েছে। এ সময় শহীদ মিনারে কোনো সংগঠন কোনো অনুষ্ঠানের আয়োজন করতে পারবে না। অমর একুশের ভাব-গাম্ভীর্য এবং সৌন্দর্য রক্ষার্থে বিশ্ববিদ্যালয় এলাকার দেয়ালগুলোতে কোনো ছবি, পোস্টার ও ব্যানার না লাগানোর জন্য সকলের প্রতি অনুরোধ জানানো যাচ্ছে।

এমএইচ/এনএফ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।