জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর জনির পদত্যাগ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ১০:০৭ পিএম, ০৮ ডিসেম্বর ২০২২

অবশেষে পদত্যাগ করলেন শিক্ষার্থীদের সঙ্গে অনৈতিক সম্পর্ক স্থাপন করাসহ বিভিন্ন অভিযোগে অভিযুক্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সহকারী প্রক্টর মাহমুদুর রহমান জনি।

তার বিরুদ্ধে আনীত একাধিক অভিযোগের সত্যতা তদন্তে একটি প্রাথমিক কমিটি গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জাগো নিউজকে নিশ্চিত করেছেন সিন্ডিকেট সদস্য অধ্যাপক মুহম্মদ হানিফ আলী। সেইসঙ্গে পদত্যাগের বিষয়টিও নিশ্চিত করেছেন তিনি।

অধ্যাপক হানিফ আলী বলেন, ওই শিক্ষকের বিরুদ্ধে আনিত অভিযোগগুলো তদন্ত করতে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এরই মধ্যে তিনি সহকারী প্রক্টর পদ থেকে পদত্যাগ করেছেন।

মাহবুব সরদার/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।