বঙ্গমাতা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

সিন্ডিকেট সভা বাতিল, আন্দোলনে অনড় শিক্ষকরা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি জামালপুর
প্রকাশিত: ০৯:৩২ পিএম, ১৫ নভেম্বর ২০২২

ভিসির অসুস্থতায় জামালপুরের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেফমুবিপ্রবি) সিন্ডিকেট সভা বাতিল করা হয়েছে। এদিকে ভিসির অপসারণের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন শিক্ষকরা। এতে লাগাতার শিক্ষা-কার্যক্রম বন্ধ হওয়ায় ক্ষতির মুখে পড়েছেন শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১৫ নভেম্বর) ক্যাম্পাসে গিয়ে দেখা যায়, অধিকাংশ শিক্ষার্থী বাড়ি চলে গেছেন। অনেকটা নীরবতা বিরাজ করছে ক্যাম্পাসে। দাবিদাওয়া বাস্তবায়নে কর্মবিরতিসহ অনড় আন্দোলন চালিয়ে যাচ্ছেন শিক্ষকরা।

সমাজকর্ম বিভাগের ছাত্র একেএম রে-জওয়ান ফেরদৌস বলেন, ‘করোনায় এমনিতেই আমরা পিছিয়ে পড়েছি। তার ওপর শিক্ষকদের আন্দোলনে সেশনজট তৈরি হচ্ছে।’

আন্দোলনে নেতৃত্বদানকারী সহকারী অধ্যাপক ড. এ এইচ এম মাহবুবুর রহমান বলেন, ‘ভিসির পরিবারের সদস্যদের নামে ২৫টি ব্যাংক হিসাব পাওয়া গেছে। যার পাঁচটিতেই আছে এক কোটি ৮৫ লাখ টাকা। ভিসি চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে বেতনের অর্ধেক তিনি নেন। রাজশাহী থেকে জামালপুর এসে রাজশাহী টু ঢাকা বিমানের বিল করেন। ঢাকায় প্রতিমাসে ৭০ হাজার টাকায় গেস্ট হাউজ ভাড়া করে রাখেন। সেখানে কোন শিক্ষকরা যেতে পারেন না। এর আগে তিনি স্বেচ্ছাসেবক এবং সাংবাদিকদের আপ্যায়নের নামেও ১০ লাখ টাকা বিল ভাউচার পাশ করিয়ে আত্মসাৎ করেন।’

এদিকে মঙ্গলবার বিকেল ৩টায় সিন্ডিকেট সভা আহ্বান করা হয়েছিল। ভিসির অসুস্থতার কথা জানিয়ে হঠাৎ তা বাতিল করায় শিক্ষকদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়। আন্দোলনকারী শিক্ষকরা জানান, বিভিন্ন সময় অযথাই ভিসি নিজেকে অসুস্থ দাবি করেন। বৃহস্পতিবার এ ভিসির শেষ কর্মদিবস। আন্দোলনকারী শিক্ষকদের দাবি, ভিসি যাতে পুনরায় নিয়োগ না পান।

এ বিষয়ে জানতে উপাচার্যের মোবাইল নম্বরে বার বার কল দিলেও তিনি রিসিভ করেননি। তবে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহবুব আলম জাগো নিউজকে বলেন, ‘ভিসি স্যার অসুস্থ, তাই সিন্ডিকেট সভা বাতিল করা হয়েছে।’

মো. নাসিম উদ্দিন/এসজে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।