বশেমুরবিপ্রবিতে

শিক্ষকদের কর্মবিরতিতে বন্ধ একাডেমিক কার্যক্রম, সেশনজটের আশঙ্কা

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ০২:১৯ পিএম, ১৩ নভেম্বর ২০২২

দুই দফা দাবিতে গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ডাকা অনির্দিষ্টকালের কর্মবিরতির ফলে বন্ধ আছে একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম। এতে করে সেশনজটের আশঙ্কা করছেন শিক্ষার্থীরা।

অর্থনীতি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আবদুস সালাম বলেন, আমরা এরই মধ্যে করোনার কারণে সেশনজটে আছি। চরম হতাশার মধ্যে আমাদের দিন কাটছে। বারবার একাডেমিক কার্যক্রম বন্ধ হওয়ায় আমরা পড়াশোনায় ঠিকমতো মন দিতে পারছি না। দ্রুত এটার সমাধানে আসা উচিত।

রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মিল্টন পাইক বলেন, আজ থেকে আমাদের মিডটার্ম হওয়ার কথা ছিল কিন্তু এই পরিস্থিতির কারণে হচ্ছে না। ডিসেম্বরের মধ্যে আমাদের সব শেষ হওয়ার কথা থাকলেও তা আর হয়তো সম্ভব না। এভাবে চলতে থাকলে আমাদের ভবিষ্যৎ হুমকির মুখে পড়বে।

দীর্ঘদিন একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকলে শিক্ষার্থীদের ক্ষতির সম্মুখীন হবে কি না- এ বিষয়ে জানতে চাইলে শিক্ষক সমিতির সভাপতি ড. মো. কামরুজ্জামান বলেন, আমাদের যা দাবি সেটা লিখিত জানিয়ে দিয়েছি আর ভিসি স্যার সেটা নিয়ে কাজ করছেন।

এ বিষয়ে বশেমুরবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. একিউএম মাহবুব বলেন, শিক্ষকরা কোনো নিয়মনীতি মানতে চাচ্ছেন না। এখন আমি কী করবো? বিশ্ববিদ্যালয়ে মোট ৩৫০ জনের মতো শিক্ষকের মধ্যে ১০০ জন বাইরে আছে। এখন আমার শিক্ষক লাগবে কিন্তু আমি কিছুই করতে পারছি না। আর এদিকে যেখানে ডিসি, এমপিসহ স্বয়ং প্রধানমন্ত্রী চাচ্ছেন হাইটেক পার্কটা হোক সেখানে শিক্ষকদের মধ্যে একটি মহল এই কাজে বাধা দিচ্ছেন। তারপরও আমি আবার তাদের সঙ্গে বসবো এবং রিজেন্ট বোর্ডে বিষয়টি আবার তুলবো।

জেএস/বিএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।