শাবিপ্রবিতে আবৃত্তি বিষয়ক কর্মশালা শুক্রবার

ক্যাম্পাস প্রতিবেদক
ক্যাম্পাস প্রতিবেদক ক্যাম্পাস প্রতিবেদক শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ০২:২৩ এএম, ১১ নভেম্বর ২০২২

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একমাত্র আবৃত্তি বিষয়ক সংগঠন ‘মাভৈঃ আবৃত্তি সংসদ’-এর উদ্যোগে দুই দিনব্যাপী ‘মাভৈঃ আবৃত্তি কর্মশালা-২০২২’ শুরু হচ্ছে শুক্রবার (১১ নভেম্বর)।

বৃহস্পতিবার (১০ নভেম্বর) বিকেলে সংগঠনটির সহ-প্রচার সম্পাদক নাবিলা নাহিয়ান এ তথ্য জানান।

তিনি বলেন, শুক্র ও শনিবার বিকেল ৩টায় সি বিল্ডিংয়ের ৪১২ নম্বর কক্ষে এ কর্মশালার আয়োজন করা হয়েছে। কর্মশালার পূর্বে বিশ্ববিদ্যালয়ের অর্জুনতলায় সংগঠনের টেন্টে রেজিস্ট্রশন প্রক্রিয়া সম্পন্ন করা যাবে।

কর্মশালায় মাভৈঃ আবৃত্তি সংসদের সদস্যদের জন্য রেজিস্ট্রশন ফি ৫০ টাকা এবং বাইরের যারা অংশগ্রহণ করতে ইচ্ছুক তাদের জন্য ৮০ টাকা বলে জানান নাবিলা।

তিনি আরও বলেন, কর্মশালার প্রথম দিন (১১ নভেম্বর) প্রশিক্ষক হিসেবে থাকবেন চারুবাকের পরিচালক জ্যোতি ভট্টাচার্য্য। দ্বিতীয় দিন (১২ নভেম্বর) প্রশিক্ষক হিসেবে রয়েছেন বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক ও আবৃত্তি শিল্পী কাজী মাহতাব সুমন।

প্রতি বছর নবীন সদস্যদের আগমন উপলক্ষে আবৃত্তি বিষয়ক কর্মশালার আয়োজন করা হয় উল্লেখ করে নাবিলা বলেন, করোনা মহামারির সময়েও এ কার্যক্রমের ব্যত্যয় ঘটেনি। ওই সময় আয়োজন করা হয়েছিল অনলাইন কর্মশালার।

নতুনদের পদচারণায় মুখরিত ক্যাম্পাসে এ কর্মশালা সাহিত্য অঙ্গনে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশাবাদী মাভৈঃ আবৃত্তি সংসদের সদস্যরা।

নাঈম আহমদ শুভ/এমআইএইচএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।