৩ দিন ধরে অবরুদ্ধ ভাসানীর ভিসি, উদ্ধারের চেষ্টা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি টাঙ্গাইল
প্রকাশিত: ০৩:৪১ পিএম, ০৪ নভেম্বর ২০২২

টানা তিনদিন ধরে অবরুদ্ধ থাকার পর টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর (ভিসি) প্রফেসর ড. মো. ফরহাদ হোসেনকে উদ্ধারের চেষ্টা করেছে সাধারণ শিক্ষার্থীরা।

শুক্রবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে ভিসি কার্যালয়ে ‘কর্মচারী সিন্ডিকেট বন্ধ করতে হবে’ শ্লোগান দিয়ে ভেতরে প্রবেশ করে শিক্ষার্থীরা। এসময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী নিয়োগের স্বচ্ছতা চাওয়া এবং ভিসিকে অবরুদ্ধ করে রাখার পেছনে জড়িত কর্মচারীদের শাস্তির দাবি জানায় শিক্ষার্থীরা।

এসময় শিক্ষার্থীরা ভিসিকে কার্যালয় থেকে বের করে নিয়ে আসতে চাইলে প্রফেসর ড. মো. ফরহাদ হোসেন শিক্ষার্থীদের জানান, বিষয়টি শিক্ষা মন্ত্রণালয় পর্যন্ত অবগত সেখান থেকে নির্দেশনা আসলেই আমি আমার কার্যালয় থেকে বের হবো। তবে আজকে আমি শিক্ষার্থীদের সঙ্গে জুমার নামাজ আদায় করবো।

গত ৩০ অক্টোবর তৃতীয় শ্রেণির কর্মচারী সমিতির পক্ষ থেকে স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপিতে ১৪ দফা দাবি জানানো হয়। এডহক ভিত্তিতে কর্মরত ২২ জন কর্মচারীর চাকরি স্থায়ীকরণের দাবিতে বুধবার সকাল থেকে ভাইস-চ্যান্সেলরের (ভিসি) প্রফেসর ড. মো. ফরহাদ হোসেনের কার্যালয়ে তালা লাগিয়ে অবরুদ্ধ করে রাখেন তারা।

আরিফ উর রহমান টগর/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।