তিতুমীর কলেজের শিক্ষার্থী মামুন হত্যার বিচার দাবিতে মানববন্ধন

ক্যাম্পাস প্রতিবেদক
ক্যাম্পাস প্রতিবেদক ক্যাম্পাস প্রতিবেদক ঢাকা কলেজ
প্রকাশিত: ০৮:৪১ পিএম, ০৩ নভেম্বর ২০২২

রাজধানীর সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থী মামুন হত্যার বিচার দাবিতে মানববন্ধন করেছে কলেজটির সাধারণ শিক্ষার্থীরা৷ বৃহস্পতিবার (৩ নভেম্বর) দুপুরে কলেজের প্রধান ফটকের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে নিহত মামুনের সহপাঠীরা ছাড়াও কলেজে অধ্যায়নরত সাধারণ শিক্ষার্থীরা অংশ নেন৷

মানববন্ধনে মামুনের সহপাঠীরা জানান, প্রেম ঘটিত বিষয় নিয়ে মামুনকে হত্যা করা হয়েছে৷ হত্যা কোনোভাবেই কাম্য নয়। ঘটনাটি কেউ মেনে নিতে পারছে না৷ এর সঠিক তদন্ত ও সুষ্ঠ বিচার চাই ৷ দোষীদের অবশ্যই আইনের আওতায় আনতে হবে৷

এর আগে ২৯ অক্টোবর ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলায় ছুরিকাঘাতে মামুন হাসান (২১) নামের তিতুমীর কলেজের শিক্ষার্থী খুন হন। মামুন ওই কলেজের ইতিহাস বিভাগের ২০২০-২০২১ শিক্ষাবর্ষের ছাত্র ছিলেন।

জানা গেছে, একই উপজেলার কলিদহ ইউনিয়নের আপন দুই বোনের মধ্যে বড় বোনের প্রেমিক মামুন হাসান আর ছোট বোনের প্রেমিক শাকিল মিয়া। বিভিন্ন বিষয় নিয়ে মামুন ও শাকিলের মধ্যে বিরোধ ছিল। গত শনিবার তাদের মধ্যে কথা কাটা-কাটি হলে মামুনকে ছুরিকাঘাত করেন শাকিল। মামুনের চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এসে শাকিলকে ধরে ফেলেন। এর কিছুক্ষণের মধ্যে ঘটনাস্থলেই মারা যান মামুন হাসান৷ ঘটনার পরে শাকিল মিয়া (২২) নামের ওই যুবককে গ্রেফতার করে পুলিশ।

নাহিদ হাসান/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।