ফার্মেসি বিভাগের অলিম্পিয়াডে চ্যাম্পিয়ন জাবি

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ০৬:২১ পিএম, ২৩ অক্টোবর ২০২২

২৫ বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত ফার্মা অলিম্পিয়াডে চ্যাম্পিয়ন হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি)।

জাবি ফার্মেসি বিভাগের ৪৭তম ব্যাচের (২০১৭-১৮ শিক্ষাবর্ষ) শিক্ষার্থী মুজতাহিদ খান ওমর এবং তাসনোভা তাজ প্রাপ্তি এ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন। এছাড়াও প্রতিযোগিতায় দ্বিতীয় রানার-আপ হন একই ব্যাচের শিক্ষার্থী মো. সাদ বিন জাকির ও আশিক ভুঁইয়া।

বিজ্ঞাপন

শনিবার (২২ অক্টোবর) ইউনিভার্সিটি অব এশিয়া-প্যাসিফিকের ফার্মেসি বিভাগের আয়োজনে এ অলিম্পিয়াড অনুষ্ঠিত হয় বলে জানিয়েছেন জাবি ফার্মেসি বিভাগের সভাপতি অধ্যাপক মুহম্মদ দিদারে আলম মুহসিন।

তিনি জানান, ফার্মাফেস্টের অংশ হিসেবে তিন রাউন্ডে অনুষ্ঠিত ফার্মা অলিম্পিয়াডে ২৫ বিশ্ববিদ্যালয়ের ৫০ টিরও বেশি টিমের সঙ্গে প্রতিযোগিতা করে মুজতাহিদ খান ওমর ও তাসনোভা তাজ প্রাপ্তি চ্যাম্পিয়ন হয়েছে। এছাড়া প্রতিযোগিতায় দ্বিতীয় রানার-আপ হয়েছে মো. সাদ বিন জাকির ও আশিক ভুঁইয়া। যেখানে প্রথম রানার-আপ হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের শিক্ষার্থী নাসিবা বিনতে বাহার ও এস. এম. রাকিবুল হোসেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এদিকে নিজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এ সাফল্যে অভিনন্দন জানিয়েছেন জাবি উপাচার্য অধ্যাপক মো. নূরুল আলম। প্রতিযোগিদের অব্যহত সাফল্য কামনা করে অভিনন্দন বার্তায় উপাচার্য বলেন, জাবি ফার্মেসি বিভাগের প্রতিযোগিদের চ্যাম্পিয়ন হওয়া বিশ্ববিদ্যালয়ের জন্য সম্মান ও গৌরবের। এতে বিশ্ববিদ্যালয়ের সুনাম বৃদ্ধি পেয়েছে।

মাহবুব সরদার/এএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।