ঢাবির রেজিস্টার্ড গ্র্যাজুয়েট তালিকাভুক্তির সময় বাড়লো
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) রেজিস্টার্ড গ্র্যাজুয়েট হিসেবে তালিকাভুক্তির সময়সীমা আগামী ২ অক্টোবর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।
এর আগে রেজিস্টার্ড গ্র্যাজুয়েট হিসেবে তালিকাভুক্তির সর্বশেষ তারিখ ছিল ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। কিন্তু ৩০ সেপ্টেম্বর ছুটির দিন হওয়ায় এ সময়সীমা বৃদ্ধি করা হয়।
সোমবার (১৯ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে আরও বলা হয়, নির্ধারিত আবেদন ফরম পূরণ করে আগামী ২ অক্টোবরের মধ্যে জনতা ব্যাংক লিমিটেডের ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস শাখায় টিএসসিতে নির্ধারিত ফি জমাদানের মাধ্যমে গ্র্যাজুয়েটরা আবেদন করতে পারবেন। রেজিস্টার্ড গ্র্যাজুয়েট হিসেবে তালিকাভুক্তির জন্য আবেদনপত্রের সঙ্গে ডিগ্রি সার্টিফিকেটের সত্যায়িত ফটোকপি ও পাসপোর্ট সাইজের চার কপি সত্যায়িত রঙিন ছবিও জমা দিতে হবে।
আজীবন রেজিস্টার্ড গ্র্যাজুয়েটদের তাদের ডিজিটাল আইডি কার্ড সংগ্রহের জন্য অফিস চলাকালীন প্রশাসনিক ভবনের ২০৭ নম্বর কক্ষে যোগাযোগ করতে অনুরোধ জানায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
আল সাদী ভূঁইয়া/এমআইএইচএস/এএসএম