জবিতে টিম ‘অপারেশন সুন্দরবন’
‘অপারেশন সুন্দরবন’ সিনেমার প্রচারে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) উপস্থিত হয়েছেন সিনেমাটির প্রধান নায়ক সিয়ামসহ অন্যান্য কলাকুশলীরা।
সোমবার (১৯ সেপ্টম্বর) বেলা দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে জগন্নাথ বিশবিদ্যালয় চলচ্চিত্র সংসদের আয়োজনে এ প্রচারণা অনুষ্ঠান হয়। এসময় অসংখ্য সিনেমা ভক্ত উপস্থিত ছিলেন।
সিয়ামসহ এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অভিনেত্রী দর্শনা বণিক, অভিনেতা জিয়াউল রোশানসহ বেশ কয়েকজন কলাকুশলী।
মঞ্চে উঠে সিয়াম বলেন, অপারেশন সুন্দরবন নিয়ে অনেক জায়গায় প্রচারণা চালিয়েছি, কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মতো কোথাও এত দর্শক দেখিনি। এসময় সিয়াম প্রয়াত নায়ক সালমান শাহকে স্মরণ করেন। অডিটোরিয়ামে উপস্থিত দর্শকদের নিয়ে সালমান শাহকে স্মরণ করে ‘ভালো আছি ভালো থেকো’ গানের কিছু অংশও পরিবেশন করেন তিনি।
অপারেশন সুন্দরবন সিনেমা নিয়ে সিয়াম বলেন, এ সিনেমার জন্য আমাদের অনেক কষ্ট করতে হয়েছে। সিনেমার ট্রেলার এরই মধ্যে মুক্তি পেয়েছে। ট্রেলারে যেসব দৃশ্য দেখানো হয়েছে তার থেকেও অনেক আকর্ষণীয় দৃশ্য এখনো দেখানো হয়নি, এজন্য হলে গিয়ে সিনেমাটি দেখতে হবে।
এসময় অপারেশন সুন্দরবন চলচ্চিত্র সম্পর্কিত কুইজের উত্তর দিয়ে প্রিয় তারকার হাত থেকে পুরস্কার জিতে নেন বেশ কয়েকজন শিক্ষার্থী।
জানা গেছে, ২০২১ সালের ঈদুল আজহায় সিনেমাটির মুক্তির কথা থাকলেও সেটি সম্ভব হয় নি। সবকিছু ঠিক থাকলে আগামী ২৩ সেপ্টেম্বর মুক্তি পাবে সিনেমাটি।
শান্ত রায়হান/এমআইএইচএস/এএসএম