রাবি ক্যাম্পাসে মাদক সেবনের সময় ৪ বহিরাগত আটক

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক রাজশাহী বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ০৭:১৫ পিএম, ২৯ আগস্ট ২০২২

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসে মাদক সেবনের সময় চার বহিরাগতকে আটক করেছে প্রক্টরিয়াল বডি।

সোমবার (২৯ আগস্ট) দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল স্কুল মাঠ থেকে তাদের আটক করা হয়।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো সোমবার দুপুরে ২টায় টহল পরিচালনা করছিল প্রক্টরিয়াল বডি। এ সময় চারজন বহিরাগতকে ক্যাম্পাসে নেশা করতে দেখা যায়। এক পর্যায়ে নেশাজাত দ্রব্যসহ তাদের আটক করে কাজলা পুলিশ ফাঁড়িতে হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. আসাবুল হক জাগো নিউজকে বলেন, ক্যাম্পাসে সব ধরনের মাদকসেবন কিংবা অশালীন কর্মকাণ্ড বন্ধ করার লক্ষ্যে আমরা তৎপর। এ অভিযান অব্যাহত থাকবে। আটকদের আমরা মতিহার থানায় হস্তান্তর করেছি।

জানতে চাইলে মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার আলী তুহিন জাগো নিউজকে বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি ক্যাম্পাসে মাদকসেবন অবস্থায় চারজন বহিরাগতকে আটক করে পুলিশে দিয়েছে। এ বিষয়ে আমরা আইনানুগ ব্যবস্থা নিচ্ছি।

মনির হোসেন মাহিন/এসজে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।