জবি বাংলা বিভাগের নবীনবরণ
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০১৫-১৬ শিক্ষাবর্ষের বাংলা বিভাগের ১১তম ব্যাচের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় ‘নবীনদের পরিচিতি পর্ব ও নবীনবরণ অনুষ্ঠান-২০১৬’ বিভাগীয় কক্ষে অনুষ্ঠিত হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান ও বাংলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. হোসনে আরা বেগম নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ড. মীজানুর রহমান বলেন, “জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ঘটছে। ফলে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের মাঝে জগন্নাথ বিশ্ববিদ্যালয় পছন্দের জন্য শীর্ষে রয়েছে। সাহিত্য বোধহীন মানুষ মৃত মানুষের তুল্য। বিভিন্ন আড্ডা চক্রের মাধ্যমে পৃথিবীর সকল সাহিত্য হতে শিক্ষা নিতে হবে।"
তিনি আরো বলেন, “বর্তমানে কারিকুলাম পরিবর্তনের মাধ্যমে একাডেমিক শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন হয়েছে। সিলেবাসের লেখাপড়ার পাশাপাশি বাইরের জগত থেকেও শিক্ষা নিতে হবে। বাংলা সাহিত্যের ছাত্র-ছাত্রীদের বিশুদ্ধ বাংলা পড়তে ও লিখতে হবে, যাতে করে তারা নিজস্ব জগতে স্বকীয়ভাবে পরিচিতি লাভ করতে পারে।”
অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন বাংলা বিভাগের চেয়ারম্যান ও সভার সভাপতি অধ্যাপক ড. হোসনে আরা বেগম।
অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রভাষক মো. শরীফুল ইসলাম এবং স্বাগত বক্তব্য দেন অধ্যাপক ড. আরজুমন্দ আরা বানু। অনুষ্ঠানে বাংলা বিভাগের অধ্যাপক ও জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দফতরের পরিচালক অধ্যাপক ড. মিল্টন বিশ্বাসসহ বিভাগীয় শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে বিভাগীয় ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসএম/আরএস/পিআর