রাবি ছাত্রলীগ নেতাকে হত্যার হুমকি


প্রকাশিত: ১২:১৯ পিএম, ৩০ জানুয়ারি ২০১৬

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) বঙ্গবন্ধু হল শাখা ছাত্রলীগের সভাপতিকে মুঠোফোনে হত্যার হুমকি দেয়া হয়েছে। এ ঘটনায় শনিবার দুপুর ১টার দিকে নগরীর মতিহার থানায় নিরাপত্তা চেয়ে সাধারণ ডায়েরি করেছেন ছাত্রলীগ নেতা আরিফুল ইসলাম।  

আরিফুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের স্নাতকোত্তর শ্রেণির শিক্ষার্থী। আরিফুল গত বৃহস্পতিবার শিবির সন্দেহে ইসলামী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে পুলিশে দেন।

জিডিতে তিনি উল্লেখ করেন, গত শুক্রবার রাত ৮টা ৩৮মিনিটে (+৫৪৩২৩৩৭৮) নং থেকে মুঠোফোনে ফোন আসে। এ সময় আমার নাম ধরে গালিগালাজ ও ভয়-ভীতি প্রদর্শন করা হয়। একপর্যায়ে আমাকে খুন-জখমের হুমকি পর্যন্ত দেয়া হয়।

আরিফুল ইসলাম দাবি করেন, গত বৃহস্পতিবার ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে আসা এক শিবিরকর্মীকে পুলিশের কাছে সোপর্দ করায় আমাকে হুমকি দেয়া হয়েছে। আমাকে ওপার থেকে বলা হয়, তোরা আমাদের ছেলেকে পুলিশে দিস!

নগরীর মতিহার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) অশোক চৌহান বলেন, হুমকির ঘটনায় দুপুরে একটি জিডি করেছেন আরিফুল। এ বিষয়ে তদন্ত করা হচ্ছে।

রাশেদ রিন্টু/এআরএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।