ঢাবির তিন শিক্ষককে স্থায়ী বহিস্কার


প্রকাশিত: ০২:৩১ এএম, ২৭ নভেম্বর ২০১৪

ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষককে স্থায়ীভাবে বহিস্কার করা হয়েছে। বুধবার রাতে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। ছুটি-সংক্রান্ত বিশ্ববিদ্যালয়ের বিধি ভঙ্গ করায় তাদের বিরুদ্ধে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে সিন্ডিকেট সূত্রে জানা গেছে।

বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. মো: লুৎফর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। বহিস্কৃত শিক্ষকেরা হলেন, উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক সোহেলী খাদিজা আজাদ, গণিত বিভাগের সহকারী অধ্যাপক আমিনুর রহমান এবং ভূগোল ও পরিবেশ বিভাগের মোস্তাইম বিল্লাহ।

অধ্যাপক লুৎফর রহমান বলেন, তারা দীর্ঘদিন ধরে ছুটি নিয়ে দেশের বাইরে অবস্থান করছেন। বার বার ফেরার চিঠি দেয়া হলেও তারা মান্য করেননি। যে কারণে বিশ্ববিদ্যালয়ের ছুটি সংক্রান্ত বিধি ভঙ্গ হয়েছে। এজন্য তাদেরকে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় বহিস্কারের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।