জাবিতে পাখি মেলা ৫ ফেব্রুয়ারি


প্রকাশিত: ০১:৪৩ পিএম, ২৭ জানুয়ারি ২০১৬

‘পাখ-পাখালি দেশের রত্ন, আসুন করি সবাই যত্ন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রতিবারের মতো এবারও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) অনুষ্ঠিত হবে ১৪তম ‘পাখিমেলা ২০১৬’।

পাখি সংরক্ষণে ও গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আগামী ৫ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের পাশে মহুয়া তলায় এ মেলা অনুষ্ঠিত হবে। মেলার আহ্বায়ক ও প্রাণিবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. কামরুল হাসান এ তথ্য জানান।

এবারের পাখি মেলার উদ্বোধন করবেন উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম। মেলার অন্যান্য আয়োজনের মধ্যে এবারও থাকছে, আন্তঃবিশ্ববিদ্যালয় পাখি দেখা প্রতিযোগিতা, শিশু কিশোরদের জন্য পাখির ছবি আঁকা প্রতিযোগিতা, টেলিস্কোপে শিশু কিশোরদের পাখি পর্যবেক্ষণ, স্টল সাজানো প্রতিযোগিতা (পাখির আলোকচিত্র ও পত্র-পত্রিকা প্রদর্শনী), আন্তঃবিশ্ববিদ্যালয় পাখি চেনা প্রতিযোগিতা (অডিও-ভিডিও এর মাধ্যমে), পাখি বিষয়ক প্রতিযোগিতা (সকালের জন্য উন্মুক্ত) এবং পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান।

মেলার আহ্বায়ক ড. মো. কামরুল হাসান জানান, ২০০১ সাল থেকে ধারাবাহিকভাবে ক্যাম্পাসে পাখি মেলার আয়োজন করে আসছে প্রাণিবিদ্যা বিভাগ ও ওয়াল্ড লাইফ রেসকিউ সেন্টার।

হাফিজুর রহমান/এসকেডি/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।