ঢাবির এক শিক্ষককে সাময়িক বহিষ্কার


প্রকাশিত: ০৭:০৫ পিএম, ২৪ জানুয়ারি ২০১৬

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুমতি ছাড়া একটি হাইকমিশনে কাজ করার অপরাধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষককে সাময়িক বহিষ্কার করা হয়েছে। রোববার বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় ওই শিক্ষককে বহিষ্কার করা হয়।

সাময়িক বহিষ্কার হওয়া শিক্ষকের নাম আশরাফুজ্জামান সরকার। তিনি জার্মান ল্যাঙ্গুয়েজ বিভাগের সহকারী অধ্যাপক। সিন্ডিকেটের একটি সূত্র জাগো নিউজকে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছে।

এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটিকে যত দ্রুত সম্ভব তদন্ত প্রতিবেদন জমা দিতেও বলা হয় সিন্ডিকেট সভায়।

উল্লেখ্য, একই সভায় বিভিন্ন সময় অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ১৬ শিক্ষার্থীকেও বহিষ্কার করা হয়। রাত ১০টায় সিন্ডিকেট সভাপতি ও উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে সিন্ডিকেট সভা শেষ হয়।

এমএইচ/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।