শাবিতে বিভাগীয় প্রধানের গাড়িচাপায় দুই পথচারীর মৃত্যু


প্রকাশিত: ০৭:০২ এএম, ২৩ জানুয়ারি ২০১৬

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান ড. আরিফুল ইসলামের প্রাইভেটকার চাপায় দুই পথচারীর মৃত্যু হয়েছে। নিহতদের নাম পরিচয় এখনও জানা যায়নি।

শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক কিলো নামক রোডে এ দুর্ঘটনা ঘটে।

এসময় ড. আরিফুল ইসলামও আহত হয়েছেন।তিনি বিশ্ববিদ্যালয় হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছেন। এছাড়াও সেলিনা পারভিন নামে এক পথচারীসহ দুইজন আহত হয়েছেন। তাদের ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পথচারীরা জানায়, প্রারভেটকারের চাপায় ঘটনাস্থলেই একজন পথচারীর মৃত্যু হয়েছে। তার বয়স প্রায় ৬০ বছর হবে। অপরজনের মৃত্যু হয়েছে ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান অধ্যাপক ড. আরিফুল ইসলাম ক্যাম্পাসে প্রবেশের সময় তার গাড়িটি পথচারীদের চাপা দিলে এ দুর্ঘটনা ঘটে। এসময় ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। আহত চারজন ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

তারা আরো জানান, চালককে পাশের সিটে বসে প্রাইভেটকারটি চালিয়ে যাচ্ছিলেন ড. আরিফুল ইসলাম।

মনসুর/এমএএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।