ঢাবিতে ড্রেনে ফেলে ছাত্রদল নেতাদের পেটালো ছাত্রলীগ
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে শহীদুল্লাহ হলের সামনে ড্রেনে ফেলে ছাত্রদলের দুই নেতাকর্মীকে পেটানোর অভিযোগ উঠেছে ছাত্রলীগ নেতাকর্মীদের বিরুদ্ধে।
মঙ্গলবার (২৪ মে) বেলা সাড়ে ১১টার দিকে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের সামনে থেকে দোয়েল চত্বরের দিকে মিছিল নিয়ে অগ্রসর হওয়ার সময় ছাত্রলীগের হামলার শিকার হন ছাত্রদল নেতাকর্মীরা।
এসময় শহীদুল্লাহ হলের সামনে দুপক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। একপর্যায়ে ড্রেনে ফেলে ছাত্রদলের দুই নেতাকর্মীকে পেটাতে দেখা যায়। এমনকি হাসপাতালে নেওয়ার পথে আহত এক ছাত্রদল নেতাকে রিকশা থেকে লাথি মেরে ফেলে দেওয়ারও অভিযোগ উঠেছে।
হামলার শিকার ছাত্রদল নেতাকর্মীরা হলেন- ঢাকা মহানগর পূর্ব শাখা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মিনহাজুল আবেদীন নান্নু ও বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের কর্মী আল-েআমিন বাবলু। এর মধ্যে হাসপাতালে নেওয়ার পথে মিনহাজুলকে রিকশা থেকে লাথি মেরে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ছাত্রদলের ওই দুই নেতাকর্মীকে ড্রেনে ফেলে পেটায় হল শাখা ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী। এসময় আহতদের রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরে তাদের উদ্ধার করে ঢামেক হাসপাতালে নেওয়ার সময়ও একজনকে রিকশা থেকে লাথি মেরে ফেলে দেওয়া হয়।
ছাতদল নেতারা বলেন, ছাত্রলীগের হামলায় তাদের অন্তত ২৫-৩০ জন নেতাকর্মী আহত হয়েছেন। হকিস্টিক, রড, চাপাতি ও দেশি অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালানো হয় বলেও অভিযোগ তাদের।
জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলের বক্তব্যের পর গত রোববার সন্ধ্যায় টিএসসি এলাকায় ছাত্রদল নেতাকর্মীদের ওপর হামলা চালায় ছাত্রলীগ। ওই হামলার প্রতিবাদে ও জুয়েলের বক্তব্যের ব্যাখ্যা তুলে ধরতেই মঙ্গলবার সকাল ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয়ে ছাত্রদলের সংবাদ সম্মেলন আহ্বান করে ছাত্রদল। সংবাদ সম্মেলনে আসার পথে তাদের ওপর হামলা চালান ছাত্রলীগ নেতাকর্মীরা।
আল সাদী ভূঁইয়া/এমকেআর/এএসএম