জবিতে আগামী শিক্ষাবর্ষে কলেজে শিক্ষার্থী ভর্তি
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) পোগোজ ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে উচ্চ মাধ্যমিক শাখায় আগামী শিক্ষাবর্ষ থেকে শিক্ষার্থী ভর্তি প্রক্রিয়া শুরু হবে। এছাড়া ২০১৬ সালে অনুষ্ঠিতব্য মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের জবি লোগো সম্বলিত প্রশংসাপত্র দেয়া হবে।
বৃহস্পতিবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পোগোজ ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান এসব কথা বলেন।
অনুষ্ঠানে বিশেষ অথিতি বক্তব্যে জবি ট্রেজারার অধ্যাপক মো. সেলিম ভূঁইয়া বলেন, এসএসসি পরীক্ষার্থীদের ভালো ফলাফলের মাধ্যমে প্রতিষ্ঠানটিকে সুনাম অর্জন করতে হবে এবং এ ব্যাপারে সকলকে নজর দিতে হবে।
ফজলুর রহমান পর্বতের সভাপতিত্বে এ সময় অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন- রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান, আই ই আর জবির পরিচালক ড. মুনিরা জাহান প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালন করেন সহকারী প্রধান শিক্ষক মো. শরিফুল আলম।
উল্লেখ্য, পুরান ঢাকার ঐতিহ্যবাহী ‘পোগোজ স্কুল’ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে একিভূত হওয়ার পর এর নামকরণ করা হয় ‘পোগোজ ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ, জবি`।
সুব্রত মণ্ডল/আরএস/পিআর