ঢাবি অধ্যাপক ড. এ কিউ ফজলুল ওয়াহিদের মৃত্যুতে উপাচার্যের শোক


প্রকাশিত: ০১:৩২ পিএম, ২০ জানুয়ারি ২০১৬

ঢাকা বিশ্ববিদ্যালয় দর্শন বিভাগের অনারারি অধ্যাপক ড. এ কিউ ফজলুল ওয়াহিদের মৃত্যুতে উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক গভীর শোক প্রকাশ করেছেন। বুধবার এক শোকবাণীতে উপাচার্য এ শোক জ্ঞাপন করেন।

শোকবাণীতে উপাচার্য বলেন, অধ্যাপক ফজলুল ওয়াহিদ ছিলেন একজন মেধাবী ও নিষ্ঠাবান শিক্ষক। দর্শন বিষয়ে বিশেষজ্ঞ হিসেবে বিশেষ সুনাম অর্জন করেছেন। শিক্ষকতা, জ্ঞানচর্চা ও সামাজিক-রাজনৈতিক দর্শনের উপর তিনি কাজ করে গেছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে দর্শন চর্চা ও গবেষণা বিষয়ে তিনি যে অনন্য অবদান রেখে গেছেন তা স্মরণীয় হয়ে থাকবে। উপাচার্য মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তার পরিবারের শোক-সন্তপ্ত সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

উল্লেখ্য, গত ১৮ জানুয়ারি ২০১৬ সোমবার রাতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন  অধ্যাপক ড. এ কিউ ফজলুল ওয়াহিদ। তিনি দীর্ঘদিন থেকে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ছিলেন।

এমএইচ/এসএইচএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।