জবির প্রথম অ্যাম্বুলেন্স উদ্বোধন


প্রকাশিত: ১২:৩৫ পিএম, ২০ জানুয়ারি ২০১৬

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) প্রথম অ্যাম্বুলেন্স উদ্ধোধন করা হয়েছে। বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য চত্বরে প্রধান অতিথি হিসেবে অ্যাম্বুলেন্সটির উদ্বোধন করেন জবি উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান।

অ্যাম্বুলেন্সটি যৌথভাবে অর্থায়ন করেছেন, ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজি সেলিম ও জবি কর্তৃপক্ষ। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচনী প্রচরণায় জবিতে গিয়ে হাজি সেলিম ২০ লক্ষ টাকা বিশ্ববিদ্যালয়টির অ্যাম্বুলেন্সের জন্য অনুদান প্রদান করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জবি উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান  বলেন, ‘অ্যাম্বুলেন্সটি পাওয়ার মাধ্যমে আমাদের দীর্ঘদিনের দাবি আজ পূরণ হলো। বিশ্ববিদ্যালয় পরিবারের সকলেই তাৎক্ষণিক চিকিৎসাসেবার জন্য এই অ্যাম্বুলেন্স ব্যবহার করতে পারবে।’  

জবি পরিবহন প্রশাসক ড. মো. মনিরুজ্জামানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- জবি ট্রেজারার অধ্যাপক মো. সেলিম ভূঁইয়া। এসময় জবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. কাজী সাইফুদ্দীন, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. নূরে আলম আব্দুল্লাহ, রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।

অ্যাম্বুলেন্সটি জবি থেকে ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের মধ্যে ব্যবহার করা হবে বলে জানা গেছে।

সুব্রত মণ্ডল/এসএইচএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।