জবি বাঁধনের নতুন কমিটির দায়িত্ব গ্রহণ


প্রকাশিত: ০৯:৪৬ এএম, ১৭ জানুয়ারি ২০১৬

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) বাঁধন ইউনিটের নতুন কমিটি দায়িত্ব গ্রহণ করেছে । রোববার বিশ্ববিদ্যালয়ের অবকাশ ভবনে সকাল সাড়ে ১০টায়  বাঁধনের দায়িত্ব  গ্রহণ করে নতুন কমিটি ।

এসময় জবি উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান এবং রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান উপস্থিত ছিলেন।
 
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাঁধন, জবি ইউনিটের সভাপতি মো. সাইফুর রহমান (ফাহাদ)।

অনুষ্ঠান শেষে নতুন কমিটির সভাপতি মো. জাহিদুল ইসলাম এবং সাধারণ সম্পাদক ফরিদ শেখের কাছে দায়িত্ব হস্তান্তর করা হয়।
 
এসময় মনোবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. অশোক কুমার সাহা, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক আবু সালেহ সিকান্দার  ও  বাঁধনের ইউনিটের নতুন কার্যনির্বাহী কমিটির সদস্যরা  উপস্থিত ছিলেন।

সুব্রত মণ্ডল/এএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।