ইবিতে কর্মবিরতি অব্যাহত, অনড় শিক্ষকরা


প্রকাশিত: ০৫:২৪ এএম, ১৭ জানুয়ারি ২০১৬

ইসলামী বিশ্ববিদ্যালয় শিক্ষকদের কর্মবিরতি রোববার ষষ্ঠ দিনে গড়াল। এখন পর্যন্ত শিক্ষক নেতাদের সঙ্গে সরকারের কোনো ফলপ্রসূ সমঝোতা হয়নি। ফলে শিক্ষকরা এবং সরকার অনড় অবস্থানে থাকায় আপাতত কোনো আশার আলো দেখতে পাচ্ছেন না শিক্ষার্থীরা।

নতুন বছরের শরুতেই ক্লাস পরীক্ষা না হওয়ায় সেশনজটের আশঙ্কা জেকে বসেছে শিক্ষার্থীদের মনে। রোববার বিশ্ববিদ্যালয়ের কোনো বিভাগের ক্লাস-পরীক্ষা অনুষ্ঠিত না হলেও ২০১৫-১৬ শিক্ষাবর্ষ অনার্স প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম চলছে।

ক্যাম্পাস সূত্রে জানা যায়, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন কর্তৃক ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে রোববার ষষ্ঠ দিনের মতো ইবি শিক্ষক সমিতির উদ্যোগে শিক্ষকরা কর্মবিরতি পালন করছেন। ইবি শিক্ষক, সাবেক এবং বর্তমান নেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, বেতন ভাতা বৃদ্ধির জন্য তারা আন্দোলন করছেন না । তারা আত্মমর্যাদার জন্য লড়াই করছেন। সরকার সম্মান বৃদ্ধি না করে বরং অষ্টম পে-স্কেলে তাদের হেয় করা হয়েছে।

শিক্ষার্থীদের সেশনজটের আশঙ্কার কথা উল্লেখ করে বলেন, আমারা সেই শিক্ষক যারা জ্বালাও-পোড়াও উপেক্ষা করে বিভিন্ন সময় শিক্ষার্থীদের ক্লাস পরীক্ষা নিয়েছি। আশা করছি খুব দ্রুত এ সাময়িক অচলবস্থার নিরসন হবে। আমরা ক্লাসে ফিরেই শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে দেয়ার চেষ্টা করবো।

এ ব্যাপারে ইবি শিক্ষক সমিতির যুগ্ম সম্পাদক ড. মোস্তাফিজুর রহমান জাগো নিউজকে বলেন, এ আন্দোলন আমাদের মর্যাদার জন্য। অর্থমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়ন এবং দাবি মেনে না নেয়া পর্যন্ত লাগাতার কর্মসূচি অব্যাহত থাকবে।

এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।