জাবির অ্যালামনাই ডে অনুষ্ঠিত


প্রকাশিত: ১২:১৫ পিএম, ১৫ জানুয়ারি ২০১৬

নানা আয়োজনের মধ্যদিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) দিবসের চার দিনব্যাপী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সমাপনী দিনে মহাসমারোহে জাবি`র অ্যালামনাই ডে মিলন মেলা অনুষ্ঠিত হয়। সকাল দশটায় বিজনেস স্টাডিজ অনুষদ চত্বরে এ মিলন মেলা উদ্বোধন করেন প্রধান অতিথি উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম।

ফারজানা ইসলাম অ্যালামনাই ডে মিলন মেলায় সকলেই প্রাণের তাগিদে উপস্থিত হন উল্লেখ করে অ্যালামনাসদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে বিশ্বে মর্যাদাশীল বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে তাদের সহযোগিতা কামনা করেন।

JU

অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ও বিশ্ববিদ্যালয়ের তৃতীয় ব্যাচের ছাত্র অধ্যাপক ড. শরীফ এনামুল কবির বলেন, অ্যালামনাই গঠন এবং অ্যালামনাসদের উপস্থিতি দেখে আনন্দিত। অ্যালামনাই গঠনের তিনি যে স্বপ্ন দেখেছিলেন, তা এখন বাস্তবে রূপ লাভ করেছে। অ্যালামনাসগণ এ বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রায় অবদান রাখবে।

উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন- প্রো-উপাচার্য অধ্যাপক ড. আবুল হোসেন। অনুষ্ঠান পরিচালনা করেন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্য সচিব ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক।

JU

উদ্বোধনী অনুষ্ঠানের পর একটি আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে সেলিম আল দীন মুক্তমঞ্চে গিয়ে শেষ হয়। এরপর সেলিম আল দীন মুক্তমঞ্চে প্রথম ব্যাচের শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়।

এছাড়া সংবর্ধানা প্রদান শেষে স্মৃতিচারণ, ফানুস উড়ানো, সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনা এবং র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।

হাফিজুর রহমান/আরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।