জবি শিক্ষকদের কর্মবিরতি অব্যাহত


প্রকাশিত: ০৩:৩৮ পিএম, ১৩ জানুয়ারি ২০১৬

অষ্টম জাতীয় বেতন কাঠামোতে বিদ্যমান বৈষম্যের প্রতিবাদ ও স্বতন্ত্র বেতন কোঠামোর দাবিতে কর্মবিরতি অব্যাহত রেখেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষকরা।

জবি ক্যাম্পাসে বুধবার সকাল ৯টা থেকে তৃতীয় দিনের মতো এ কর্মসূচি পালন করেন শিক্ষকরা।

অবস্থান কর্মসূচিতে শিক্ষক সমিতির সহ-সভাপতি ড. অরুণ কুমার গোস্বামীর সভাপতিত্বে শিক্ষক নেতারা বক্তব্য রাখেন।

আন্দোলনের কারণে কয়েকজন শিক্ষক নেতা ছাড়া অধিকাংশ শিক্ষক-শিক্ষার্থীকে ক্যাম্পাসে দেখা যায়নি। বন্ধ রয়েছে সব ধরনের বিভাগীয় কার্যক্রম।

এসময় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি এফএম শরিফুল ইসলাম ও সাধারণ সম্পাদক এসএম সিরাজুল ইসলাম শিক্ষকদের দাবির প্রতি সমর্থন জানান।

এদিকে ক্যাম্পাসে শিক্ষার্থীদের উপস্থিতি থাকলেও কোনো বিভাগেই ক্লাস-পরীক্ষা হয়নি। এতে সেশনজটের আশঙ্কা করছেন সাধারণ শিক্ষার্থীরা। এ অবস্থার দ্রুত পরিবর্তন চান তারা।

জানতে চাইলে শিক্ষক সমিতির সভাপতি কাজী সাইফুদ্দিন বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে। এসব যৌক্তিক দাবি পূরণ হলেই আমরা ক্লাসে ফিরে যাবো।

এসএম/একে/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।