জবিতে কর্মবিরতি : ক্লাস-পরীক্ষা হয়নি


প্রকাশিত: ১১:৩৭ এএম, ১১ জানুয়ারি ২০১৬

স্বতন্ত্র বেতন স্কেলের দাবিতে শুরু হওয়া শিক্ষকদের অনির্দিষ্টকালের সর্বাত্মক কর্মবিরতির প্রথম দিনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) কোনো ক্লাস-পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। পাশাপাশি শিক্ষকরা প্রশাসনিক দায়িত্বও তুলে রেখেছেন।

সোমবার সকাল থেকেই ৩৭টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে এ কর্মসূচি শুরু করে জবি শিক্ষক সমিতি।

তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মিড সেমিস্টার, সেমিস্টার বা ফাইনাল পরীক্ষা গ্রহণ করা হলেও জবিতে ছিল অন্য চিত্র। সেমিস্টার পরীক্ষা হওয়ার কথা থাকলেও শিক্ষক সমিতির কর্মসূচির কারণে তা অনুষ্ঠিত হয়নি।

জবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ৪র্থ সেমিস্টারের পরীক্ষা হওয়ার কথা থাকলেও শিক্ষার্থীরা পরীক্ষার হলে এসে ফিরে গেছেন।

সোমবার সকাল ১১টা থেকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন জবি শিক্ষকরা। এ সময় তাদের দাবি-দাওয়া নিয়ে বিভিন্ন বিভাগের শিক্ষকরা বক্তব্য রাখছেন।

জবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. কাজী সাইফুদ্দীন জাগো নিউজকে বলেন, আমরা এই সমস্যা দ্রুত সমাধান করার জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। আমাদের এখন আন্দোলন করা ছাড়া আর কোনো উপায় নেই। এ কর্মসূচিতে শিক্ষার্থীরা কোনো ক্ষতির সম্মুখীন হবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন,  উচ্চশিক্ষাকে বাঁচানোর জন্য আমাদের এই আন্দোলন। সরকার যদি শিক্ষার্থীদের ক্ষতি চায় আমরা কি করব?’

এসএম/একে/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।