রামেক শিক্ষার্থীদের বিক্ষোভ


প্রকাশিত: ০৭:৫৪ এএম, ২২ নভেম্বর ২০১৪

বহিরাগতদের অনুপ্রবেশ বন্ধ ও নিরাপত্তার দাবিতে ক্লাস বর্জন করে বিক্ষোভ করেছে রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা শনিবার বেলা ১১টার দিকে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি বিভিন্ন স্থান প্রদক্ষিণ শেষে কলেজ অধ্যক্ষের কাছে ক্যাম্পাসের নিরাপত্তা বাড়ানোর দাবি ও বহিরাগতদের ঠেকানোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

ক্যাম্পাস সূত্রে জানা গেছে, শুক্রবার মধ্যরাতে ক্যাম্পাসের ভেতর দিয়ে হোস্টেলের দিকে যাচ্ছিলেন এমবিবিএস ৫৪তম ব্যাচের শিক্ষার্থী রাশেদুল ও ফয়সাল। ডা. আয়েশা সিদ্দিকা হোস্টেলের সামনে তিনজন বহিরাগত তাদের পথরোধ করে।

এ সময় এমবিবিএস ৫২তম ব্যাচের চারজন শিক্ষার্থী ওই পথ দিয়ে যাচ্ছিলেন। রামেক শিক্ষার্থীরা বহিরাগতদের ধরে শহীদ মুক্তিযোদ্ধা নুরুন্নবী ছাত্রাবাসে নিয়ে আসে। এ সময় শিক্ষার্থীরা আটকদের সামান্য মারপিট করেন। তারপর তাদের জিজ্ঞাসাবাদ করে নাম ঠিকানা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

ঘটনার আধাঘণ্টা পরই ৫টি মোটরসাইকেলে ১৫ জন দেশীয় অস্ত্র নিয়ে নুরুন্নবী হোস্টেলের ১০৪ নম্বর রুমে ঢুকে এমবিবিএস ৫৪ ব্যাচের শিক্ষার্থী রাশেদুল, ফয়সাল, আবদুল আলিম, নাহিদ ও ৫২তম ব্যাচের শিক্ষার্থী তামিম ইসলামকে এলোপাতাড়ি মারধর করে গুরুতর আহত করে। হোস্টেলের শিক্ষার্থীরা কোনো কিছু বুঝে ওঠার আগেই হামলাকারীরা পালিয়ে যায়। আহতদের মধ্যে রাশেদ ও ফয়সালকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।