এবার থাকছে ‘ঘ’ ইউনিট, আগামীবার ৪ ইউনিটে ভর্তি পরীক্ষা

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশিত: ০৭:৪৪ পিএম, ১৬ ফেব্রুয়ারি ২০২২
ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চলতি শিক্ষাবর্ষে (২০২১-২২) স্নাতক (সম্মান) শ্রেণিতে প্রথমবর্ষে পাঁচটি ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ফলে ‘ক’, ‘খ’, ‘গ’, ‘চ’ ইউনিটের সঙ্গে বাতিলের দাবি ওঠা ‘ঘ’ ইউনিট এবারও বহাল থাকছে। তবে আগামী শিক্ষাবর্ষে (২০২২-২৩) অনুষদভিত্তিক চারটি ইউনিটে দেশের সর্বোচ্চ এ বিদ্যাপিঠে ভর্তি পরীক্ষা নেওয়া হবে।

বুধবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত ভর্তি কমিটির বিশেষ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। ভর্তি কমিটির সভায় সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

এর আগে সকালে ডিনস কমিটির বিশেষ সভা হয়। সকালে অনুষ্ঠিত ডিনস কমিটির সুপারিশের আলোকে বিকেলে ভর্তি কমিটি এ সিদ্ধান্ত নিয়েছে।

ভর্তি কমিটির সদস্যরা জানিয়েছেন, চলতি বছর এইচএসসির ফল ইতোমধ্যে প্রকাশিত হয়েছে। ভর্তিচ্ছু শিক্ষার্থীরা আগের নিয়মে পাঁচটি ইউনিটে ভর্তি পরীক্ষায় অংশ নিতে প্রস্তুতি নিতে শুরু করেছে। সার্বিক দিক বিবেচনা করে এ বছরও ‘ঘ’ ইউনিট বহাল রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।

ভর্তি কমিটি সূত্রে জানা গেছে, গত ৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ভর্তি কমিটির বিশেষ সভার সিদ্ধান্ত অনুযায়ী ২০২২-২০২৩ শিক্ষাবর্ষ থেকে প্রথমবর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষা পুনর্গঠিত চারটি ইউনিটের মাধ্যমে অনুষ্ঠিত হবে।

পুনর্গঠিত চারটি ইউনিট হলো—
১. কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট
২. বিজ্ঞান ইউনিট
৩. ব্যবসায় শিক্ষা ইউনি
৪. চারুকলা ইউনিট।

সিদ্ধান্ত অনুযায়ী, বিজ্ঞান ও বিজনেস স্টাডিজ ইউনিটের ভর্তিচ্ছু শিক্ষার্থীরা বিভাগ/ইউনিট পরিবর্তনের জন্য ‘কলা, আইন ও সামাজিক বিজ্ঞান’ ইউনিটে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন। এছাড়া মানবিকের শিক্ষার্থীরা বিজ্ঞান বা বাণিজ্য বিষয়ে ভর্তির জন্য ‘কলা, আইন ও সামাজিক বিজ্ঞান’ ইউনিটের ভর্তি পরীক্ষার সঙ্গে গণিত/পরিসংখ্যান অথবা অর্থনীতি/হিসাববিজ্ঞান অথবা পূর্বশর্তযুক্ত যে কোনো বিষয়ে পরীক্ষা দিতে পারবেন।

এদিকে, সময়, শ্রম ও অর্থ সাশ্রয়ের জন্য উন্নত বিশ্বের বিশ্ববিদ্যালয়ের মতো ভবিষ্যতে একটি মাত্র স্ট্যান্ডার্ডাইজড টেস্টের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তির বিষয়ে চিন্তা-ভাবনার জন্য ডিনদের পরামর্শ দেওয়া হয়।

সভায় উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ, বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান এবং বিভিন্ন ইনস্টিটিউটের পরিচালকরা উপস্থিত ছিলেন।

আল-সাদী ভূঁইয়া/এএএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।