জাবিতে জিএস লিগা শুরু
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগের আয়োজনে শুরু হয়েছে জিওলজিক্যাল সায়েন্সেস লিগা (জিএস লিগা)। শনিবার বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে লিগের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়।
আয়োজক সূত্রে জানা যায়, ৪টি দল নিয়ে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এ লিগটি শুরু হয়েছে। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দলগুলো হচ্ছে দ্য ফসিল, হার্ডনেস ১০, দ্য ডাইনোসর, পেট্রিফাইড হান্টার।
শনিবার বিকেল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার উদ্বোধনী খেলা দ্য ফসিল ও হার্ডনেসের মধ্যে অনুষ্ঠিত হয়। খেলায় দ্য ফসিল ১-০ গোলে জেতে।
ফ্র্যাঞ্চাইজিভিত্তিক ফুটবল লিগটির শিরোপাপ্রত্যাশী দ্য ফসিল-এর মালিকানায় রয়েছেন ৪২তম ব্যাচের মাহাদী হাসান সৌখিন, রবিউল ইসলাম ও সাইফুর রহমানু সবুজ।
এদিকে আগামীকাল রোববার বিকেল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে দ্য ডাইনোসর-এর মুখেমুখি হবে দ্য ফসিল।
আয়োজক কমিটির সদস্য ৪৩তম ব্যাচের সৌরভ রহমান বলেন, ‘এই খেলার মাধ্যমে সবার মধ্যে ভ্রাতৃত্ববোধ গড়ে উঠবে।’
হাফিজুর রহমান/বিএ