জাবিতে শুরু হলো হিস্ট্রি প্রিমিয়ার লিগ


প্রকাশিত: ০৫:৪৬ পিএম, ০৯ জানুয়ারি ২০১৬

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ইতিহাস বিভাগের আয়োজনে শুরু হয়েছে হিস্ট্রি প্রিমিয়ার লিগ (এইচপিএল)। শনিবার বিকেল ৩টায় ইতিহাস বিভাগের সভাপতি ড. এটিএম আতিকুর রহমান বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এই লিগের উদ্বোধন করেন।

ইতিহাস বিভাগের পাঁচজন শিক্ষক এর ৫টি দল নিয়ে এ লিগ শুরু হয়েছে। এতে আইকন খেলোয়াড় হিসেবে থাকছেন বেঙ্গল টাইগার অব হিস্ট্রি দলে (সালমান), হিস্ট্রি সুপার ফাস্ট দলে (সূর্য), সইলেন ফোরস দলে (ভদ্র) ,স্পারটেকাস এলাবেন দলে (বিপ্লব), ড্রিম সিপ দলে (রবিন)।

আয়োজক কমিটি জানিয়েছেন, এই খেলার মাধ্যমে আমরা আন্তঃডিপার্টমেন্ট ক্রিকেট টুর্নামেন্টের জন্য ভালো খেলোয়াড় খুঁজে পাওয়া যাবে। এছাড়া সবার মধ্যে ভ্রাতৃত্ববোধ গড়ে উঠবে।

হাফিজুর রহমান/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।