জাবির সরকার ও রাজনীতি বিভাগের পুনর্মিলনী শুক্রবার


প্রকাশিত: ০১:৪৬ পিএম, ০৬ জানুয়ারি ২০১৬

‘ছড়িয়ে গিয়ে জড়িয়ে থাকি, প্রীতিতে স্মৃতি অটুট রাখি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে শুক্রবার অনুষ্ঠিত হতে যাচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সরকার ও রাজনীতি বিভাগের ২য় পুনর্মিলনী অনুষ্ঠান।

বুধবার সরকার রাজনীতি বিভাগের সেমিনার কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে পুনর্মিলনীর সার্বিক দিক তুলে ধরেন বিভাগের সভাপতি ও দ্বিতীয় পুনর্মিলনীর আহ্বায়ক বশির আহমেদ।

১৯৭৮ সাল হতে যাত্রা করা বিভাগটির শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবারের সদস্যরা এ অনুষ্ঠানে অংশ নিচ্ছেন। পুর্নমিলনী অনুষ্ঠানে বিভাগ থেকে উচ্চতর ডিগ্রি নেওয়া ৩২টি ব্যাচ ও বর্তমান অধ্যয়নরত ৬টি ব্যাচ অংশগ্রহণ করছে।

পুনর্মিলনী অনুষ্ঠানে ৮ ব্যক্তিকে সরকার ও রাজনীতি বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পক্ষ হতে সম্মাননা প্রদান করা হচ্ছে। ওই ব্যক্তিরা হলেন- দেশের প্রথম নারী উপাচার্য হিসেবে অধ্যাপক ফারজানা ইসলাম, সরকার ও রাজনীতি বিভাগের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক আজিজুল হক (মরণোত্তর), অধ্যাপক ড. গোলাম কবীর (মরণোত্তর), অধ্যাপক ড. গোলাম হোসেন (মরণোত্তর) এবং বিভাগের প্রথম অফিস সহকারী তমিজ উদ্দিন (মরণোত্তর)। এছাড়া অবসরপ্রাপ্ত শিক্ষক হিসেবে সম্মাননা পাচ্ছেন অধ্যাপক ড. দিলারা চৌধুরী, অধ্যাপক এম সালিমউল্লাহ খান ও অধ্যাপক ড. জোহরা খানম।

দিনব্যাপী এ অনুষ্ঠানে থাকছে জাতীয় সঙ্গীত ও পতাকা উত্তোলন, আনন্দ র্যালি, বৃক্ষরোপণ, সম্মাননা প্রদান, স্মৃতিচারণ, একসঙ্গে মধ্যাহ্নভোজ ও পিঠা উৎসবে অংশগ্রহণ, সাবেক ও বতর্মান শিক্ষার্থীদের মধ্যকার খেলাধুলা, শিশুদের খেলাধুলা প্রতিযোগিতা, ঘুড়ি উড়ানো, সাপের খেলা ও মোরগ লাড়াইয়ের মত বিনোদন, বিভাগটির শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান ও সায়ান’র কনসার্ট।

অনুষ্ঠানে অংশগ্রহণকারী ডেলিগেটদের জন্য থাকছে শাহবাগ টু গাবতলী ও শাহবাগ টু উত্তরা রুটে ভিন্ন ভিন্ন বাস ব্যবস্থা। সকাল ৭টায় বাসগুলো শাহবাগ ত্যাগ করার কথা রয়েছে। একই বাসগুলো রাত ৯টায় ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবে।

এছাড়া ওইদিন বিসিএস পরীক্ষা থাকার কারণে বিসিএস পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের বহন করতে শাহবাগ টু গাবতলী রুটে থাকছে দুপুর সাড়ে ১২টায় আলাদা বাস সার্ভিস।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন বিভাগটির সাবেক শিক্ষার্থী নিহার সান্যাল (১৪তম ব্যাচ-যুগ্ম আহ্বায়ক ২য় পুনর্মিলনী কমিটি), মো. আবদুর রহমান (২০তম ব্যাচ), আ স ম ফিরোজ উল হাসান (২৭তম ব্যাচ ও বিভাগের শিক্ষক), জাহিদুল ইসলাম রবি (৩২তম ব্যাচ), মুকসিমুল আহসান অপু (৩৩তম ব্যাচ) প্রমুখ।

হাফিজুর রহমান/একে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।