শাবিপ্রবিতে শিক্ষার্থীদের ওপর হামলায় চবিতে বিক্ষোভ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ০৩:৫৫ পিএম, ১৭ জানুয়ারি ২০২২
শাবিপ্রবি শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ ও আন্দোলনে সংহতি প্রকাশ করেছ চবির শিক্ষার্থীরা

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ ও আন্দোলনে সংহতি প্রকাশ করে মানববন্ধন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সাধারণ শিক্ষার্থীরা।

সোমবার (১৭ জানুয়ারি) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে প্ল্যাকার্ড হাতে মানববন্ধন করেন তারা।

এসময় শাবিপ্রবিতে শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার নিন্দা জানিয়ে বক্তারা বলেন, যে কোনো যৌক্তিক আন্দোলনে বিশ্ববিদ্যালয় প্রশাসনের এধরনের আচরণ কোনোভাবেই কাম্য নয়। পুলিশ দিয়ে শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়ে ভিসি তার পদে থাকার নীতিগত অধিকার হারিয়েছেন। আমরা এ কর্মসূচি থেকে সাস্টের শিক্ষার্থীদের সব দাবির প্রতি পূর্ণ সমর্থন জানাচ্ছি এবং অবিলম্বে শাবিপ্রবির প্রক্টরিয়াল বডি, ভিসির পদত্যাগ দাবি করছি।

cu1

এসময় অর্থনীতি বিভাগের শিক্ষার্থী দেওয়ান তাহমিদ বলেন, ‘শাবিপ্রবিতে শিক্ষার্থীদের যে আন্দোলন ও দাবি-দাওয়া সেটার সঙ্গে আমরা সম্পূর্ণ সংহতি প্রকাশ করি। প্রশাসনের মদদে শিক্ষার্থীদের ওপর পর পর হামলা হয়েছে। সে হামলার আমরা প্রতিবাদ জানাই।’

বাংলা বিভাগের শিক্ষার্থী হাসান মেহেদি বলেন, ‘অধিকারের বিষয়ে অবহেলা প্রশাসনের একটি অভ্যাসে এসে দাঁড়িয়েছে। প্রত্যেকটা শিক্ষার্থীই এর ভুক্তভোগী। শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে শাবিপ্রবি যে আচরণ করেছে তা ন্যক্কারজনক। আমরা চবির শিক্ষার্থীরা এর প্রতিবাদ জানাই।’

রোকনুজ্জামান/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।