ঢাবিতে ভূমিকম্প আতঙ্ক, আহত ১০


প্রকাশিত: ০১:০৬ এএম, ০৪ জানুয়ারি ২০১৬

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। সোমবার ভোর ৫টা ৫ মিনিটের দিকে এ ভূকম্পন অনুভূত হয়। ভূমিকম্পের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভবন থেকে লাফিয়ে পড়ে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছে।

এর মধ্যে সার্জেন্ট জহুরুল হক হলের ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মানিক হলের বর্ধিত ভবনের তিনতলায় মসজিদের ছাদ থেকে লাফ লাফ দেয়। তাকে ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতলে (ডিএমসি) ভর্তি করা হয়েছে।

এছাড়া বিভিন্ন হলে কমপক্ষে ১০ শিক্ষার্থীর অজ্ঞান ও লাফিয়ে পড়ার খবর পাওয়া গেছে। আতঙ্কগ্রস্ত ছাত্র-ছাত্রীরা হলের মাঠ ও খোলা আকাশের নিচে অবস্থান নেয়।

অমর একুশে হলে দুইজন, শহীদুল্লাহ হলে দুইজন, জসীম উদ্দীন হলে দুইজন, সূর্যসেন হলে দুইজন, জিয়া হলে একজন লাফ দিতে গিয়ে আহত হয়। সবাই ডিএমসিতে চিকিৎসাধীন।

এমএইচ/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।