রাবিতে শীতকালীন ছুটি শুরু


প্রকাশিত: ০৪:৫৫ এএম, ০১ জানুয়ারি ২০১৬

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১ জানুয়ারি থেকে শুরু হয়েছে শীতকালীন ছুটি। আর তা চলবে আগামী ১৪ জানুয়ারি বৃহস্পতিবার পর্যন্ত।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের প্রশাসক অধ্যাপক ইলিয়াছ হোসেন জানান, শীতকালীন ছুটিতে ১ থেকে ১৪ জানুয়ারি পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ধরনের একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে। আর প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে ১ থেকে ৭ জানুয়ারি পর্যন্ত।

তিনি আরো জানান, তবে ১৫ তারিখ শুক্রবার হওয়ায় ক্লাস-পরীক্ষা ১৬ জানুয়ারি থেকে শুরু হবে এবং প্রশাসনিক কার্যক্রম ৮ জানুয়ারি থেকে পুনরায় প্রশাসনিক কার্যক্রম যথারীতি চলবে।

এর আগে শীতকালীন ছুটি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সাতদিন (৩১ ডিসেম্বর-৬ জানুয়ারি) আবাসিক হলসমূহ বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করলেও সাধারণ শিক্ষার্থী ও ছাত্রলীগের কঠোর আন্দোলনের মুখে হল বন্ধ রাখার সিদ্ধান্ত বাতিল করে।

রাশেদ রিন্টু/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।