উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীন এইচএসসি পরীক্ষা ১৭ ডিসেম্বর

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০৫:৪৫ পিএম, ১৩ ডিসেম্বর ২০২১
ফাইল ছবি

উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীন এইচএসসি পরীক্ষা-২০২১ আগামী শুক্রবার (১৭ ডিসেম্বর) থেকে শুরু হচ্ছে। সারাদেশের জেলা-উপজেলা পর্যায়ে ৩২৬টি কেন্দ্রে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।

প্রথম ও দ্বিতীয় বর্ষ মিলে মোট এক লাখ ৩৬ হাজার ৯৬২ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেবেন। এর মধ্যে পুরুষ পরীক্ষার্থী ৮১ হাজার ৮৯৬ এবং নারী পরীক্ষার্থী ৫৫ হাজার ৬৬।

সপ্তাহের শুক্র ও শনিবার— এই দুইদিন সকাল ও বিকেলে পরীক্ষা অনুষ্ঠিত হবে। ৮ জানুয়ারি পরীক্ষা শেষ হবে।

এছাড়া উন্মুক্ত বিশ্ববিদ্যালয় পরিচালিত মাস্টার অব ডিজঅ্যাবিলিটি ম্যানেজমেন্ট অ্যান্ড রিহ্যাবিলিটেশন প্রোগামের ২১২ টার্ম প্রথম বর্ষ দ্বিতীয় সেমিস্টার (২০২১ ব্যাচের) পরীক্ষা ১৭ ডিসেম্বর শুরু হবে। সপ্তাহের শুক্র ও শনিবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ পরীক্ষা চলবে। ১ জানুয়ারি পরীক্ষা শেষ হবে।

উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক ড. মেজবাহ উদ্দিন তুহিন এসব তথ্য জানান।

আমিনুল ইসলাম/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।