জবিতে টিকাদান শেষ হবে আজ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক জগন্নাথ বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ০৬:২১ এএম, ০৭ ডিসেম্বর ২০২১

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) মেডিকেল সেন্টারের অস্থায়ী টিকাদান কেন্দ্রে টিকার দ্বিতীয় ডোজ দেওয়ার কার্যক্রম শেষ হবে আজ (মঙ্গলবার)। রবি ও সোমবার মিলিয়ে ৮০৫ জন শিক্ষার্থী দ্বিতীয় ডোজ গ্রহণ করেছেন। আজ মঙ্গলবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত টিকাদান কার্যক্রম চলবে।

সোমবার এ তথ্য জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র কল্যাণ পরিচালক অধ্যাপক আইনুল ইসলাম।

তিনি বলেন, শিক্ষার্থীদের দ্রুত করোনার টিকার আওতায় আনা আমাদের জন্য চ্যালেঞ্জ ছিল। টিকা দেওয়ার আগে ক্যাম্পাসেই জাতীয় পরিচয়পত্র দিয়ে নিবন্ধনের ব্যবস্থা করেছি। এর আগে আমাদের অস্থায়ী মেডিকেল থেকে ১৯৬০ জন শিক্ষার্থী টিকা নিয়েছেন। কাল দ্বিতীয় ডোজ দেওয়ার শেষ দিন। এর পর আর সুযোগ নেই।

গত ২১ অক্টোবর বিশ্ববিদ্যালয় দিবস উদযাপনের দিনে করোনার টিকা কেন্দ্র উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক। এরপর ২৫ অক্টোবর থেকে শিক্ষার্থীদের টিকাদান কর্মসূচি উন্মুক্ত করা হয়, চলে ৩১ অক্টোবর পর্যন্ত। সে সময় প্রথম ডোজ নেন মোট ১৯৬০ জন শিক্ষার্থী।

এমএইচআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।