ক্ষমতায় থাকতে সাম্রাজ্যবাদের সঙ্গে চুক্তি করেছে সরকার


প্রকাশিত: ১১:০৩ এএম, ৩০ ডিসেম্বর ২০১৫

দেশের মানুষের স্বার্থ জলাঞ্জলী দিয়ে শুধু ক্ষমতায় টিকে থাকার জন্য একের পর এক সাম্রাজ্যবাদের সঙ্গে বিভিন্ন সময়ে বিভিন্ন চুক্তি করেছে সরকার। সর্বশেষ ২০১৩ সাথে স্বাক্ষরিত টিকফা চুক্তিও ছিল তারই অর্ন্তগত।

বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়য়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে সাম্রাজ্যবাদ বিরোধী সংহতি দিবসের কর্মসূচি ঘোষণাকালে এসব কথা বলেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক জি এম জিলানী শুভ।

এসময় তিনি আগামী দিনে ছাত্র-জনতাকে ঐক্যবদ্ধ হওয়ার ও সাম্রাজ্যবাদী চক্রান্তের বিষয়ে সচেতন থাকার আহ্বান জানান।
 
আগামী ১ জানুয়ারি দিবসটি উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করেছে প্রগতিশীল সংগঠনসমূহ। কর্মসূচিগুলোর মধ্যে রয়েছে- সকাল ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বোপার্জিত স্বাধীনতা চত্বরে চিত্রাঙ্কন প্রতিযোগীতা ও প্রদর্শনী, বিকেল ৩টায় আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
 
সংবাদ সম্মেলনে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, বাংলাদেশ যুব ইউনিয়ন, উদীচী শিল্পীগোষ্ঠী ও প্রগতিশীল লেখক সংঘসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এমএইচ/এসকেডি/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।