গায়ের জোরে কিছু আদায় করা যায় না: কুবি উপাচার্য

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক কুমিল্লা বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ০৭:৪১ পিএম, ২১ নভেম্বর ২০২১

গায়ের জোরে কিছু আদায় করা যায় না বলে মন্তব্য করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী।

রোববার (২১ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (কুবিসাস) অফিস উদ্বোধন ও রিপোর্টার্স অ্যাওয়ার্ড অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

ড. এমরান কবির চৌধুরী বলেন, তোমরা অবশ্যই ন্যায়ের পক্ষে থাকবে। কেননা এ বয়সে যদি সত্য বলার অভ্যাস করতে না পারো তাহলে আমাদের বয়সে এসে সত্য বলা আর সম্ভব হবে না।

সাংবাদিক সমিতির সভাপতি তানভীর সাবিক সভাপতিত্বে এসময় উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. হুমায়ুন কবির ও ট্রেজারার অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান উপস্থিত ছিলেন।

jagonews24

সংগঠনের সাধারণ সম্পাদক হাদাত বিপ্লবের সঞ্চালনায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. আবু তাহের, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. শামিমুল ইসলাম, সাধারণ সম্পাদক ও প্রক্টর অধ্যাপক ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন, ছাত্রপরামর্শ ও নির্দেশনা কার্যালয়ের পরিচালক ড. মোহা হাবিবুর রহমানসহ বিভিন্ন অনুষদের ডিন ও বিভাগীয় প্রধানরা উপস্থিত ছিলেন।

এ সময় সাংবাদিক সমিতির ফটো কন্টেস্টে বিজয়ী ১০জন সনদ ও ক্রেস্ট প্রদান করা হয়। পরে সাংবাদিক সমিতির সেরা উদীয়মান ও রিপোর্টাস অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।